খারাপ খবর! Apple বন্ধ করতে চলেছে ব্যাপক জনপ্রিয় এই iPhone এর বিক্রি, কারণ জেনে নিন

iPhone 14 এই মুহূর্তে বাজারে উপলব্ধ সর্বশেষ অ্যাপল স্মার্টফোন সিরিজ, তবে আগামী সেপ্টেম্বরে এর উত্তরসূরী হিসেবে আসছে...
PUJA 29 May 2023 12:26 PM IST

iPhone 14 এই মুহূর্তে বাজারে উপলব্ধ সর্বশেষ অ্যাপল স্মার্টফোন সিরিজ, তবে আগামী সেপ্টেম্বরে এর উত্তরসূরী হিসেবে আসছে iPhone 15। আসন্ন এই লাইনআপ সম্পর্কে প্রচুর তথ্য সামনে এসেছে। তবে নতুন আইফোনের জন্য উত্তেজনা যেমন আছে, তেমনি কিছু মন খারাপ করা খবরও রয়েছে।

আসলে Apple নতুন মডেল লঞ্চের সাথে সাথে কিছু পুরানো স্মার্টফোনের প্রোডাকশন বন্ধ করে দেয় এবং সেগুলি আর কিনতে পাওয়া যায় না। মনে করা হচ্ছে এবছর iPhone 12 এর উৎপাদন বন্ধ করতে চলেছে সংস্থাটি। কারণ Apple কখনোই তার স্টোরে তিন বছরের বেশি পুরনো আইফোন রাখে না।

অফিসিয়াল স্টোর থেকে পাওয়া যাবে না iPhone 12

প্রতি বছর অ্যাপল তাদের লাইন-আপ থেকে কিছু আইফোন সরিয়ে দেয়। যদিও সেগুলি ই-কমার্স ওয়েবসাইটগুলি থেকে পাওয়া যায় বা কিছু ডিলারের কাছে তখন‌ও উপলব্ধ থাকে। তবে এই ফোনগুলি অ্যাপল স্টোর থেকে আর কেনা যায় না।

এখন Apple স্টোর থেকে এই iPhone মডেলগুলি কেনা যাবে

আপনি যদি অ্যাপল স্টোর থেকে সরাসরি আইফোন কিনতে চান, তাহলে তাদের স্টোরে iPhone SE 2022, iPhone 12, iPhone 13 mini, iPhone 13, iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max বিকল্প হিসেবে পাবেন।

Show Full Article
Next Story