Apple এর বড় প্ল্যান, ভারতে প্রতিবছর 5 কোটির বেশি iPhone বানাবে সংস্থা

মার্কিন স্মার্টফোন নির্মাণ সংস্থা Apple অনেক দিন ধরেই চীনের বাইরে iPhone উৎপাদন করার কথা চিন্তা করছে। এক্ষেত্রে সংস্থাটি যে চীনের পরিবর্তে ভারতে তাদের বৃহত্তর উৎপাদন…

মার্কিন স্মার্টফোন নির্মাণ সংস্থা Apple অনেক দিন ধরেই চীনের বাইরে iPhone উৎপাদন করার কথা চিন্তা করছে। এক্ষেত্রে সংস্থাটি যে চীনের পরিবর্তে ভারতে তাদের বৃহত্তর উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চাইছে সেকথাও বেশ স্পষ্ট। আর দ্য ওয়াল স্ট্রিটের একটি সাম্প্রতিক জার্নাল অনুসারে, Apple, তাদের সরবরাহকারীদের মাধ্যমে আগামী ২ থেকে ৩ বছরে ভারতে প্রতি বছর ৫ কোটি (৫০ মিলিয়ন) আইফোন তৈরি করার পরিকল্পনা করছে। এছাড়াও এই নিউজ আউটলেটটি বলেছে যে, পরবর্তী বছরগুলিতে Apple ভারতে অতিরিক্ত ১০ লক্ষ ইউনিট iPhone উৎপাদনের পরিকল্পনা করছে।

যদিও Engadget এর মতে, এই উৎপাদনের পরিমাণটি মোট আইফোন উৎপাদনের প্রায় ২৫ শতাংশ হলেও চীন এখনও অন্যতম উৎপাদক কেন্দ্র রূপে গণ্য হবে। তবে, ফক্সকন এবং অন্যান্য অ্যাপল প্রোডাক্ট তৈরি ইউনিটের মতে বর্তমানে জোর কদমে ভারতে আইফোন প্রস্তুত করা হচ্ছে, ফলে আগামীদিনে ভারত সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।

উল্লেখ্য, এতদিন অবকাঠামোগত ঘাটতি এবং প্রভাবশালী ইউনিয়নগুলির কারণে ভারতে Apple এর উৎপাদন বৃদ্ধি মন্থর ছিল। তবে, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এই বছরের জানুয়ারির মধ্যে বেশ কিছু পরিকাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে কোনও নির্দিষ্ট টাইমলাইন শেয়ার করেননি। তবে, জানা গেছে Foxconn কর্ণাটকে একটি বড় উৎপাদন ইউনিট খুলবে, যা এপ্রিল ২০২৪ থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, চলতি বছরে Apple প্রথমবার ভারতে তৈরি iPhone 15 বাজারে এনেছে। এর আগে, ভারত আইফোন উৎপাদনের দিক দিয়ে নয় মাস চীনের থেকে পিছিয়ে ছিল। তবে, উভয় স্থানেই একই দিন থেকে iPhone 15 এর উৎপাদন শুরু হওয়ায় iPhone 14-এর সময় থেকে এই ব্যবধান কমে আসে। আবার, লঞ্চের দিন অফলাইন স্টোরে iPhone 15 উপলব্ধ থাকায় এর উৎপাদনও ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন