একটি নয়, Apple আনছে দু'দুটি Foldable iPhone, টেক্কা দেবে Samsung কে
অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতারা ইতিমধ্যেই ফোল্ডেবল ডিভাইসের সাথে বাজারে হাজির হলেও, অ্যাপলের (Apple) পক্ষ থেকে এখনো...অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতারা ইতিমধ্যেই ফোল্ডেবল ডিভাইসের সাথে বাজারে হাজির হলেও, অ্যাপলের (Apple) পক্ষ থেকে এখনো এধরণের কোনো প্রোডাক্ট লঞ্চ করা হয়নি। তবে শীঘ্রই টেক জায়ান্টটি একটি ফোল্ডেবল আইপ্যাড (iPad) নিয়ে আসতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। আর পরবর্তীতে হয়তো একটি ভাঁজযোগ্য iPhone-র ঘোষণাও করা হতে পারে। 'দ্য ইনফরমেশন' -এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, টিম কুকের সংস্থাটি বর্তমানে ফোল্ডেবল স্মার্টফোন প্রোটোটাইপ ডেভেলপের প্রাথমিকপর্যায়ের আছে। এই প্রোটোটাইপগুলিতে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ (Samsung Galaxy Z Flip) মডেলগুলির অনুরূপ দুটি ডিজাইন অন্তর্ভুক্ত আছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।
রিপোর্টে আরো বলা হয়েছে যে, Apple এমন একটি Foldable iPhone এর উপর কাজ করছে যা খুবই পাতলা হবে। অর্থাৎ ভাঁজ করার পরও বিদ্যমান মডেলগুলির তুলনায় অর্ধেক পুরু হবে। মূলত ভাঁজ করার পর যাতে ডিভাইসটি স্থূল না দেখায় বা হাতে নিয়ে কাজ করতে সমস্যা না হয়, তার জন্যই এমনটা করা হচ্ছে। জানা গেছে, টেক জায়ান্টটি একটি আউটার বা বাইরের ডিসপ্লে যোগ করার পরিকল্পনাও করছে। যদিও - ব্যাটারি এবং ডিসপ্লের মতো কম্পোনেন্টের অবস্থান সম্পর্কিত কিছু চ্যালেঞ্জ সামনে এসেছে, যা ইঞ্জিনিয়াররা সমাধানের চেষ্টা করছেন।
একাধিক চ্যালেঞ্জ আসা সত্ত্বেও, Apple দুটি স্ক্রিন যুক্ত ফোল্ডেবল আইফোন নির্মাণে প্রয়োজনীয় উপাদান সরবরাহের জন্য এশিয়ার কম্পোনেন্ট নির্মাতাদের সাথে যোগাযোগ করেছে বলে খবর পাওয়া গেছে। তবে অর্ডার দেওয়া কম্পোনেন্টগুলি যদি Apple এর পরিকল্পনা অনুযায়ী কাজে না লাগে তবে এই পুরো প্রজেক্ট বাতিল হওয়ার সম্ভাবনা ব্যাপক।
অন্যদিকে, ভাঁজযোগ্য আইপ্যাড বিকাশের কাজ খুবই সাবলীলভাবে চলমান আছে বলেই মনে হচ্ছে। জানা গেছে অ্যাপল বর্তমানে ৮-ইঞ্চির স্ক্রীন সহ একটি ইনওয়ার্ড-ফোল্ডিং আইপ্যাডের উপর কাজ করছে।