Apple লাভারদের জন্য সুখবর, 10 হাজার টাকা সস্তা হল iPhone 12 Mini

অ্যাপল প্রেমীদের জন্য রয়েছে দারুণ সুখবর! জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart সম্প্রতি Apple iPhone 12 Mini মডেলকে...
SUMAN 18 March 2023 1:50 PM IST

অ্যাপল প্রেমীদের জন্য রয়েছে দারুণ সুখবর! জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart সম্প্রতি Apple iPhone 12 Mini মডেলকে ভারী ডিসকাউন্ট এবং লোভনীয় অফারের সাথে বিক্রি করার কথা ঘোষণা করেছে। এক্ষেত্রে আপনারা প্রায় ১০,০০০ টাকার কাছাকাছি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। পাশাপাশি যারা ব্যাঙ্ক কার্ড অফ এবং এক্সচেঞ্জ অফারের লাভ ওঠাতে পারবেন, তারা মাত্র ২১,৯৯৯ টাকার বিনিময়ে এই Apple প্রোডাক্টটি বাড়ি নিয়ে আসতে পারবেন। অর্থাৎ একটি মিড-রেঞ্জে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দামে আইফোন ব্যবহারের সুযোগ পেয়ে যাচ্ছেন। তাই আপনারা যারা এই সুযোগ হাতছাড়া করতে চান না, তারা এক্ষুনি Flipkart -এর অন্দরে ঢুঁ মারুন।

Apple iPhone 12 Mini এর দাম ও অফার

অ্যাপল আইফোন ১২ মিনি ফোনের ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৫৯,৯০০ টাকা। তবে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট উক্ত মডেলটিকে সীমিত সময়ের জন্য ফ্লাট ১৬% বা ৯,৯০১ টাকা ডিসকাউন্ট সহ তালিকাভুক্ত করেছে। যার দরুন, এখন আপনারা মাত্র ৪৯,৯৯৯ টাকা খরচ করে ১২তম প্রজন্মের আইফোন মিনি মডেলটি কিনে নিতে পারবেন।

অফারের কথা বললে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ফোনটি কিনলে ১০% বা ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। আবার পুরোনো হ্যান্ডসেট পরিবর্তন করে অ্যাপলের এই আইফোনটি কিনলে ২৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু ও ব্যাঙ্ক অফ পেয়ে গেলে সর্বনিম্ন ২১,৯৯৯ টাকায় আইফোন ১২ মিনি পকেটস্থ করা সম্ভব। তবে আগেই বলে দিই, এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ পুরোনো মোবাইলের বাহ্যিক তথা অভ্যন্তরীণ অবস্থা, মডেল নম্বর ইত্যাদির উপর নির্ভর করবে।

Apple iPhone 12 Mini এর স্পেসিফিকেশন

Apple iPhone 12 Mini সিরামিক শিল্ড বডি সহ এসেছে, যা ডিভাইসকে করে তুলেছে মজবুত ও টেকসই। এতে ৫.৪-ইঞ্চির (২,৩৪০×১,০৮০ পিক্সেল) সুপার রেটিনা XDR ডিসপ্লে দেখা যাবে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই মডেলে সংস্থার নিজস্ব এ১৪ বায়োনিক (A14 Bionic) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি আইওএস ১৪ (iOS 14) অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ফোনটির ৬৪ জিবি / ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের সাথে উপলব্ধ।

iPhone 12 Mini ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর (অ্যাপারচার : এফ/১.৬) এবং ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (অ্যাপারচার : এফ/২.৪)। এই রিয়ার সেন্সর-দ্বয়, নাইট মোড, ডিপ ফিউশন, স্মার্ট এইচডিআর ৩ এবং 4K ডলবি ভিশন এইচডিআর রেকর্ডিং সাপোর্ট করে। অন্যদিকে, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য ডিসপ্লের উপরিভাগে ১২ মেগাপিক্সেলের ট্রু-ডেপ্থ ফ্রন্ট ক্যামেরা (অ্যাপারচার : এফ/২.২) বিদ্যমান।

iPhone 12 Mini ফোনে - ফেস আনলক, 3D ফেস রিকগনিশন, কম্পাস/ম্যাগনেটোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ সেন্সর এবং ব্যারোমিটার সেন্সর উপস্থিত। আবার কানেক্টিভিটি অপশন হিসাবে সামিল থাকছে - ওয়াই-ফাই, জিপিএস, ব্লুটুথ ভি৫.০, এমএফসি, লাইটনিং কেবল, ডুয়েল সিম স্লট এবং হেডফোন স্লট। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এই ফোনকে MagSafe চার্জিং টেকনোলজির মাধ্যমে ওয়্যারলেস পদ্ধতিতে চার্জ করা যাবে। ফোনটি IP68 রেটিং প্রাপ্ত হওয়ায়, জল প্রতিরোধী। এর পরিমাপ ১৩১.৫০x৬৪.২০x৭.৪০ মিমি এবং ওজন ১৩৩ গ্রাম।

Show Full Article
Next Story