বড় খবর: হ্যাক হতে পারে iPhone, আগাম সতর্ক করল Apple
আপনি যদি Apple এর কোনো ডিভাইস ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। আসলে সম্প্রতি একটি সাইবার হামলার...আপনি যদি Apple এর কোনো ডিভাইস ব্যবহার করে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। আসলে সম্প্রতি একটি সাইবার হামলার বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক করেছে Apple। সংস্থাটি জানিয়েছে, ভারত-সহ বিশ্বের 91টি দেশের ইউজাররা যে কোনও সময় পেগাসাসের মতো স্পাইওয়্যারের (Pegasus Spyware) শিকার হতে পারেন। এর আগে গত বছরের অক্টোবরে বেশ কয়েকজন বিরোধী নেতার কাছে অ্যাপলের পক্ষ থেকে একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয়েছিল, যার পর বেশ বিতর্ক হয়েছিল।
এর আগে 2021 সালে সুপ্রিম কোর্ট আইফোনে পেগাসাস আক্রমণ নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল। প্রসঙ্গত, পেগাসাস স্পাইওয়্যার তৈরি করেছে ইজরায়েলি সংস্থা এনএসও গ্রুপ। পেগাসাসের সাহায্যে যে কোনও ফোন হ্যাক করা যায় এবং ব্যবহারকারী এই হ্যাকিং সম্পর্কে জানতেও পারেন না।
2022 সালের আগস্টে এই কমিটি জানিয়েছিল, 29টি মোবাইল ফোন পরীক্ষা করে পেগাসাস স্পাইওয়্যারের কোনও প্রমাণ পাওয়া যায়নি। সেই সময় পেগাসাসের মাধ্যমে ভারতের বহু সাংবাদিক, সমাজকর্মীদের ফোনে নজরদারি চালানোর দাবি করা হয়েছিল। এই ঘটনার পর থেকে অ্যাপল তাদের ব্যবহারকারীদের সম্ভাব্য হ্যাকিং সম্পর্কে একটি আগাম সতর্কতা পাঠায়।
এবারেও সংস্থাটি জানিয়েছে, মোট 91টি দেশের iPhone ব্যবহারকারীরা পেগাসাস এর মতো স্পাইওয়্যারেরের দ্বারা আক্রান্ত হতে পারেন। যারপর রীতিমত দুশ্চিন্তায় ব্যবহারকারীরা। এমত পরিস্থিতিতে খুব দেখে শুনে ডিভাইসটি ব্যবহার করা উচিত এবং অচেনা কোনো লিঙ্কে ক্লিক না করা উচিত।