বেজেল, নচ কিচ্ছুটি নেই! ফুল স্ক্রিন iPhone লঞ্চ করে বিশ্বকে চমকে দিতে পারে Apple

Apple iPhone X লঞ্চ হয়েছিল ২০১৭ সালে। এটি ব্যাপক ডিজাইন আপগ্রেডের সাথে বাজারে পা রাখে। iPhone X সুপার স্লিম সাইড বেজেল এবং সেলফি ক্যামেরা ও…

Apple iPhone X লঞ্চ হয়েছিল ২০১৭ সালে। এটি ব্যাপক ডিজাইন আপগ্রেডের সাথে বাজারে পা রাখে। iPhone X সুপার স্লিম সাইড বেজেল এবং সেলফি ক্যামেরা ও ফেস আইডি রাখার জন্য ডিসপ্লের ওপরে একটি অপেক্ষাকৃত পুরু নচ অফার করে, যা অ্যাপলের ইতিহাসে প্রথম দেখা গিয়েছিল। আবার এটিই ছিল প্রথম আইফোন, যা কোম্পানির চিরাচরিত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা হোম বাটন ছাড়াই এসেছিল। গত বছর অ্যাপল iPhone 14 Pro সিরিজ পর্যন্ত ডিজাইনটি কমবেশি একই রকম ছিল। বর্তমান আইফোন মডেলে কোম্পানি নচের ডিজাইন পরিবর্তন করেছে এবং সেই জায়গায় একটি নতুন ফিচার যুক্ত হয়েছে, যাকে কোম্পানি “ডায়নামিক আইল্যান্ড” বলে। তবে মনে করা হচ্ছে এতেও শীঘ্রই বদল আসবে এবং আল্টিমেট এজ-টু-এজ ডিসপ্লে এক্সপেরিয়েন্সের জন্য নচ ও বেজেল ছাড়াই একটি আইফোন বাজারে আত্মপ্রকাশ করবে। এক নির্ভরযোগ্য সূত্রের দাবি, অ্যাপল তাদের ভবিষ্যতের আইফোন মডেলগুলির জন্য শীর্ষস্থানীয় ডিসপ্লে নির্মাতাদের সাথে কাজ করা শুরু করেছে।

Apple আক্ষরিক অর্থে বেজেল-লেস ও নচ-লেস iPhone ডিসপ্লের ওপর কাজ করছে

দক্ষিণ কোরিয়ার পদ্য ইলেক-এর একটি রিপোর্ট অনুযায়ী, লিকস্টার আইস ইউনিভার্স জানিয়েছেন, অ্যাপল একটি বেজেল-হীন, নচ-হীন ডিসপ্লে ডিজাইন করতে স্যামসাং (Samsung) এবং এলজি (LG)-এর সাথে কাজ করছে। তবে কোম্পানি আগামী দিনে আইফোনে ওলেড (OLED) ডিসপ্লের ব্যবহার অব্যাহত রাখবে, যা আইফোন ১২ সিরিজ থেকে ব্যবহার করা হচ্ছে। এর সাথেই যোগ করা হয়েছে যে, আসন্ন আইফোন মডেলগুলিতে আগের মতোই ফ্ল্যাট ডিসপ্লে থাকবে, যেখানে অনেক অ্যান্ড্রয়েড প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড তাদের মিড-বাজেট হ্যান্ডসেটগুলিতেও কার্ভড ডিসপ্লে ব্যবহার করে। এর মানে হল যে, একটি বেজেল-হীন আইফোন অনেকটা বড় গ্লাসের স্ল্যাবের মতো হবে, যা অপ্রয়োজনীয় টাচের সম্ভাবনা বাড়িয়ে দেবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, অ্যাপল ডিসপ্লের নীচে ক্যামেরা এবং প্রয়োজনীয় সেন্সর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে, যেমনটা Samsung Galaxy Z Fold 4-এ দেখা গিয়েছে। একটি বেজেল-হীন স্ক্রিন পাওয়ার জন্য থিন ফিল্ম এনক্যাপসুলেশন (TFE) এবং আন্ডার-প্যানেল ক্যামেরা (UPC) প্রযুক্তি যুক্ত করা প্রয়োজন। টিএফই ওলেড-কে আর্দ্রতা এবং অক্সিজেন থেকে রক্ষা করে। বেজেল-হীন স্মার্টফোনগুলি নতুন না হলেও এই প্রযুক্তির ব্যাপকভাবে ব্যবহার চোখে পড়েনি। ২০২১ সালে শাওমি একটি কনসেপ্ট স্মার্টফোন প্রদর্শন করে, যেখানে কোয়াড কার্ভড ওয়াটারফল ডিসপ্লে টেকনোলজি রয়েছে, যা ডিসপ্লের সাথে প্রান্তগুলিকে স্ক্রিন দ্বারা ঢেকে, একটি সম্পূর্ণ নিমজ্জিত চেহারা তৈরি করেছে।

উল্লেখ্য, নচ-হীন, বেজেল-হীন আইফোন কবে লঞ্চ হবে, সেসম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি, তবে আশা করা যায় যে অ্যাপলের এই নির্দিষ্ট ডিজাইনটি বাজারে আসতে আরও এক বছর সময় লাগতে পারে। অ্যাপল এবছর নতুন iPhone 15 সিরিজটি লঞ্চ করতে চলেছে। একাধিক সূত্র অনুসারে, কোম্পানি এই লাইনআপে চারটি আইফোনের জন্য একই ডিসপ্লে মাপ ধরে রাখবে – ৬.১ ইঞ্চি (iPhone 15 এবং iPhone 15 Pro) এবং ৬.৭ ইঞ্চি (iPhone 15 Plus এবং iPhone 15 Pro Max)। তবে, এই বছরের সমস্ত নতুন ফোনে একটি ডায়নামিক আইল্যান্ড নচ থাকবে, যা নোটিফিকেশন অনুসারে আকার অ্যাডজাস্ট করে। তবে এটাও সম্ভব যে, অ্যাপল অভ্যন্তরীণভাবে একটি নচ-হীন, বেজেল-হীন ডিসপ্লে পরীক্ষা করছে এবং এটি অদূর ভবিষ্যতে বাণিজ্যিক ইউনিটে নাও আসতে পারে।