Android স্মার্টফোন থেকে উঠে যাচ্ছে বড় সুবিধা, আর এই কাজ করতে পারবেন না
গুগল (Google)-র অ্যান্ড্রয়েড নাকি অ্যাপল (Apple)-র আইওএস (iOS)? অপারেটিং সিস্টেম হিসাবে কে সেরা তা নিয়ে তর্কবিতর্ক...গুগল (Google)-র অ্যান্ড্রয়েড নাকি অ্যাপল (Apple)-র আইওএস (iOS)? অপারেটিং সিস্টেম হিসাবে কে সেরা তা নিয়ে তর্কবিতর্ক কোনও নতুন বিষয় নয়। যখনই এই নিয়ে বিতর্কের পারদ চড়ে, তখনই কাস্টমাইজেবল ফিচার্সের সুবিধার কথা তুলে ধরেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা, যার মধ্যে অন্যতম ফোনের বুটলোডার (Bootloader) আনলক করার ক্ষমতা। বেশিরভাগ স্মার্টফোন নির্মাতারা এখনও এই সুবিধা প্রদান করে থাকলেও থাকলেও আসুস (Asus) এবার সেই পথ থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি ফ্ল্যাগশিপ Asus Zenfone 9, Zenfone 10 সহ আপকামিং ফোনগুলিতে বুটলোডার নিষ্ক্রিয় করেছে বলে খবর পাওয়া গিয়েছে।
Asus কি সত্যিই তাদের Zenfone সিরিজে ফোনে চিরতরে ডিসেবল করছে Bootloader?
অ্যান্ড্রয়েড অথরিটি-এর নতুন রিপোর্ট অনুযায়ী, আসুসের টেকনিক্যাল টিম সম্প্রতি এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে জানিয়েছে যে, তারা আর জেনফোন সিরিজের হ্যান্ডসেটে বুটলোডার আনলক করবে না এবং ভবিষ্যতেও এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না। উল্লেখিত ব্যবহারকারী শুধুমাত্র জেনফোন ৯ আনলক করার বিষয়ে জিজ্ঞাসা করছিলেন। তবে আসুসের সাপোর্ট ইমেলটি স্পষ্টভাবে জানায় যে, জেনফোন ৯ এবং জেনফোন ১০ - উভয় মডেলেই বুটলোডার আর আনলক করা হবে না।
ফলে সমস্ত আসুস জেনফোন ব্যবহারকারীরা তাদের ডিভাইসে কাস্টম রম এবং থার্ড-পার্টি অ্যাপ ইন্সটল করতে চান, তারা এই খবরে খুশি নাও হতে পারেন। জানিয়ে রাখি, বুটলোডার আনলক করা (রুটিং নামেও পরিচিত) হল যে কোনও অ্যান্ড্রয়েড ডিভাইসের অভ্যন্তরীণ নিরাপত্তার বেড়াজাল ভেঙে সফ্টওয়্যারে কাঁটাছেড়া করার প্রক্রিয়া। এবার সেটা লক করা থাকলে কাস্টম রম ইনস্টল বা ফোন রুট, ইউজার কোনওটাই করতে পারবেন না।
তবে, আসুস সত্যিই বুটলোডার আনলকিং-এ ক্র্যাক ডাউন করছে কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এছাড়াও, এক রেডডিট ব্যবহারকারী বলছেন যে তাদের টেলিগ্রাম চ্যানেলে কোম্পানির ডেভেলপার কনট্যাক্টও এই ধরনের কোনও পরিস্থিতি সম্পর্কে অবগত নয়। তারা উল্লেখ করেছে যে, আনলক টুল সার্ভারটি এই মুহুর্তে রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই ত্রৈমাসিকের মধ্যে আবার কাজ শুরু করবে।