72 হাজারের ASUS ROG Phone 6 এখন পাওয়া যাচ্ছে দারুণ ডিসকাউন্টে, বছর শেষের আগে লুটে নিন
গত বছরের জুলাই মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল ASUS-এর শক্তিশালী ফিচারে ঠাসা ROG Phone 6 এবং 6 Pro মডেল দুটি, যেগুলি...গত বছরের জুলাই মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল ASUS-এর শক্তিশালী ফিচারে ঠাসা ROG Phone 6 এবং 6 Pro মডেল দুটি, যেগুলি বাজারে বেশ ভালো সাড়া পায়। এরপর কেটে গেছে অনেকটা সময়, তার মধ্যে তাইওয়ানের এই জনপ্রিয় টেক কোম্পানিটি তার পরবর্তী স্মার্টফোন সিরিজও লঞ্চ করেছে এবং এখন তারা নতুন ডিভাইসের উপর কাজ করতে ব্যস্ত। সেক্ষেত্রে ২০২৩-এর শেষে দাঁড়িয়ে যদি আপনি গেমিংয়ের জন্য বা উন্নতমানের পারফরম্যান্স পেতে ASUS ROG Phone কিনতে চান, তাহলে এখানে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর – এই মুহূর্তে কোনো সেল ছাড়াই আপনি ৭২ হাজার টাকার ASUS ROG Phone 6 স্মার্টফোনটি পেয়ে যাবেন দুর্দান্ত ডিসকাউন্টে!
বর্তমানে ২৪ হাজার টাকা ছাড়ে মিলছে ASUS ROG Phone 6
আসুস রোগ ফোন ৬ স্মার্টফোনের ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি দেড় বছর আগে ৭১,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। কিন্তু এই মুহূর্তে এটি ২৪,০০০ টাকা ছাড়ে ৪৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে। তবে এই ছাড় আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে নয়, বিজয় সেলস (Vijay Sales)-এর অনলাইন ও অফলাইন স্টোরের মাধ্যমে কাজে লাগাতে পারবেন। আসুস ই-স্টোর মানে সংস্থার নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম থেকেও এই ফোন একই দামে অর্ডার করা যাবে।
এক্ষেত্রে আপনি এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক এবং আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ইএমআইয়ের মাধ্যমে এই হাই পারফরম্যান্সের ফোনটি কিনলে ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। এক বছরের মেয়াদে এর মাস পিছু নো কস্ট ইএমআইয়ের চার্জ পড়বে ৩,৯৯৭ টাকা।
Asus ROG Phone 6-এর স্পেসিফিকেশন
আসুস রোগ ফোন ৬-এ ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট, ৭২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ১,২৯৯ পিক ব্রাইটনেসযুক্তযুক্ত ৬.৮ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর, যার সাথে ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫ (LPDDR5) র্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ (UFS 3.1) স্টোরেজ মিলবে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে কুইক চার্জ ৫.০ প্রযুক্তি ও ৩০ ওয়াট হাইপারচার্জ অ্যাডাপ্টারযুক্ত ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। আবার ফটোগ্রাফির জন্য এর ইউজার পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি (সনি আইএমএক্স৭৬৬ সেন্সর) ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।