24 জিবি র‍্যাম, 1024 জিবি স্টোরেজ! বাজার কাঁপাতে আসছে Asus ROG Phone 8

Asus ROG Phone 8 সিরিজ আগামী ১৬ জানুয়ারি লঞ্চ হতে চলেছে। এই গেমিং স্মার্টফোন লাইনআপে তিনটি মডেল আসতে পারে - Asus ROG...
Ananya Sarkar 23 Dec 2023 4:08 PM IST

Asus ROG Phone 8 সিরিজ আগামী ১৬ জানুয়ারি লঞ্চ হতে চলেছে। এই গেমিং স্মার্টফোন লাইনআপে তিনটি মডেল আসতে পারে - Asus ROG Phone 8, Asus ROG Phone 8 Pro এবং Asus ROG Phone 8 Ultimate। বিশ্বের বিভিন্ন প্রান্তে পা রাখবে ফোনগুলি। একাধিক দেশের পাবলিক সার্টিফিকেশনে উপস্থিত হওয়ার পর, ROG Phone 8 এখন ইন্দোনেশিয়ার টিকেডিএন (TKDN) প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। কি কি তথ্য উঠে এসেছে ফোনটির সম্পর্কে, চলুন জেনে নিই।

Asus ROG Phone 8 পেল TKDN-এর অনুমোদন

টিকেডিএন-এর লিস্টিংটি আসুস আরওজি ফোন ৮-এর স্পেসিফিকেশন সম্পর্কে সেভাবে কোনও তথ্য প্রকাশ না করলেও, ফাইভ-জি কানেক্টিভিটি এবং ইন্দোনেশিয়ায় লঞ্চ সম্পর্কে নিশ্চিত করেছে। এর মধ্যেই ডিভাইসটির ডিজাইন এবং স্পেসিফিকেশন সামনে এসেছে। উল্লেখযোগ্যভাবে, আরওজি ফোন ৮-এর অ্যাক্সেসরিজ হিসাবে আসুস আরওজি টেসেন (Asus ROG Tessen) মোবাইল কন্ট্রোলারও আসছে বলে জানা গিয়েছে৷

Asus Rog Phone 8 সিরিজের ডিজাইন এবং স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

আসুস আরওজি ফোন ৮ এবং আরওজি ফোন ৮ প্রো-এর ডিজাইনগুলি তাদের পূর্বসূরির থেকে আলাদা, কারণ এগুলি এখন আরজিবি (RGB) লোগোর সাথে একটি আকর্ষণীয় ক্যামেরা মডিউল সহ আসবে। আসুস আরওজি ফোন ৮-এর পিছনে ম্যাট ফিনিশ দেখা যাবে, আর প্রিমিয়াম প্রো ভ্যারিয়েন্ট গ্লসি ব্যাক প্যানেলের সাথে আসবে।

ডিজাইন ছাড়াও, Asus Rog Phone 8 সিরিজে ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১৬৫ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট এবং ২,৫০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। স্মার্টফোনগুলি Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত হবে। সিরিজটি ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ও শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে। এছাড়াও, স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং ৫-ম্যাগনেট স্পিকার থাকবে।

১৬ জিবি/২৪ জিবি র‍্যাম বিকল্প এবং ৫১২ জিবি/১ টিবি ইউএফএস ৪.০ স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩ এবং নিয়ার ফিল্ড কমিউনিকে সহ নানা কানেক্টিভিটি অপশন উপলব্ধ হবে। ক্যামেরার ক্ষেত্রে, Asus Rog Phone 8 সিরিজের Pro মডেলটির সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩x জুম সহ একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে।

Show Full Article
Next Story