আসুস আরওজি ফোন ৯ গেমারদের মন জয় করতে আগামী মাসে লঞ্চ হচ্ছে, থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর

আসুস আগামী ১৯ নভেম্বর তাদের লেটেস্ট গেমিং স্মার্টফোন হিসেবে আসুস আরওজি ফোন ৯ সিরিজ লঞ্চ করতে চলেছে। গতকাল কোয়ালকম...
Ankita Mondal 22 Oct 2024 5:51 PM IST

আসুস আগামী ১৯ নভেম্বর তাদের লেটেস্ট গেমিং স্মার্টফোন হিসেবে আসুস আরওজি ফোন ৯ সিরিজ লঞ্চ করতে চলেছে। গতকাল কোয়ালকম স্ন্যাপড্রাগন সামিটে এই ঘোষণা করেছে সংস্থাটি। এই ইভেন্টেই স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরের উপর থেকে পর্দা সরানো হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে, এই ইভেন্ট থেকে আসুস আরওজি ফোন ৯ সিরিজের লঞ্চের ঘোষণা করার উদ্দেশ্যে, এই লাইনআপের কয়েকটি ডিভাইসে নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া এই সিরিজের ফোনগুলি সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জানতে পেরেছি। আসুন আসুস আরওজি ফোন ৯ সিরিজ কি কি অফার করতে চলেছে জেনে নেওয়া যাক।

আসুস আরওজি ফোন ৯ সিরিজ সম্পর্কে কি কি জানা গেছে | Asus ROG Phone 9 Series

আশা করা যায় আসুস আরওজি ফোন ৯ সিরিজের ফোনগুলির ডিজাইন গেমারদের সুবিধার কথা মাথায় রেখে করা হবে। এর ব্যাক প্যানেলে এলইডি লাইট ও মজবুত ডিজাইন দেখা যাবে। আর ডিভাইসগুলিতে গেমিং এক্সপেরিয়েন্স দুর্দান্ত করতে এআই ফিচার উপস্থিত থাকবে। বর্তমান সময়ের ফোনগুলিতে বিভিন্ন ধরনের এআই ফিচার আমরা দেখে থাকি, যেগুলির বেশিরভাগ ক্যামেরা কেন্দ্রিক। তবে আসুস আরওজি ফোন ৯ সিরিজের স্মার্টফোনগুলি গেমিং কেন্দ্রিক এআই ফিচার অফার করবে।

আবার এই সিরিজে‌‌ পূর্বসূরির তুলনায় বড় ব্যাটারি দেওয়া হবে। আসুস আরওজি ফোন ৮ সিরিজ দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য সুনাম কুড়িয়েছিল। আশা করা যায়, উত্তরসূরি এই সুনাম ধরে রাখবে। পাশাপাশি কোয়ালকমও জানিয়েছে যে, নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর উন্নত পাওয়ার এফিসিয়েন্সি ক্ষমতা সহ এসেছে, তাই এই প্রসেসর চালিত স্মার্টফোনগুলি দুর্দান্ত ব্যাটারি লাইফ দেবে বলেই আশা করা যায়। এই সিরিজের অধীনে দুটি ডিভাইস লঞ্চ হবে বলে জানা গেছে - আসুস আরওজি ফোন ৯ এবং আরওজি ফোন ৯ প্রো।

এদিকে কোয়ালকম ঘোষণা করেছে যে, তাদের স্ন্যাপড্রাগন ৮ এলিট ৪৫ শতাংশ দ্রুত সিপিইউ পারফরম্যান্স ও আরও ভালো জিপিইউ পারফরম্যান্স দেবে। ফলে আসুস আরওজি ফোন ৯ সিরিজ কোনোরকম ল্যাগ বিহীন গেমিং এক্সপেরিয়েন্স দেবে। ইতিমধ্যেই এই সিরিজের বেস মডেল বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম গিকবেঞ্চ-এ উপস্থিত হয়েছে। সেখানে আসুস আরওজি ফোন ৯ চিত্তাকর্ষক স্কোর করেছে। এমনকি আগের সমস্ত গেমিং ফোনের তুলনায় ভালো স্কোর করেছে ডিভাইসটি। তাই বলতে দ্বিধা নেই, আসুস আরও একবার দুর্দান্ত কয়েকটি গেমিং ফোন এবছর গেমারদের উপহার দিতে চলেছে।

Show Full Article
Next Story