গেমারদের জন্য Asus ROG Phone 9 সিরিজ 24GB র্যাম, 185Hz ডিসপ্লে ও লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর সহ লঞ্চ হল
Asus ROG Phone 9 এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,০৯৯ ইউরো (প্রায় ৯৮,১৯৬ টাকা), ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,১৪৯ ইউরো (প্রায় ১,০২,৬৬৪ টাকা)।
আসুস অবশেষে আজ তাদের গেমিং স্মার্টফোন সিরিজ আরওজি ফোন ৯ লঞ্চ করল। এই সিরিজের অধীনে দুটি ডিভাইস এসেছে - Asus ROG Phone 9 ও ROG Phone 9 Pro। ফোন দুটি অবশ্যই গেমারদের জন্য এসেছে এবং এগুলিতে পাওয়ারফুল হার্ডওয়্যার ও অত্যাধুনিক ফিচার উপস্থিত। উভয় স্মার্টফোনে ১৮৫ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এগুলিতে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া ফোন দুটিতে আছে অ্যান্ড্রয়েড ১৫ ওএস, ৫৮০০ এমএএইচ ব্যাটারি ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Asus ROG Phone 9 ও ROG Phone 9 Pro গেমিং ফোনের দাম ও প্রাপ্যতা
আসুস আরওজি ফোন ৯ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,০৯৯ ইউরো (প্রায় ৯৮,১৯৬ টাকা), ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,১৪৯ ইউরো (প্রায় ১,০২,৬৬৪ টাকা)। এটি স্টর্ম হোয়াইট ও ফ্যান্টম ব্ল্যাক কালারে পাওয়া যাবে।
এদিকে আসুস আরওজি ফোন ৯ প্রো এর মূল্য ধার্য করা হয়েছে ১,৩০০ ইউরো (প্রায় ১,১৬,১৫৬ টাকা)। এই দাম গেমিং স্মার্টফোনটির ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের।
আবার প্রিমিয়াম আরওজি ফোন ৯ প্রো এডিশন এর ২৪ জিবি র্যাম ও ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ করতে হবে ১,৫০০ ইউরো (প্রো ১,৩৪,০০ টাকা)। এর সাথে অ্যারোঅ্যাক্টিভ কুলার এক্স প্রো বিনামূল্যে পাওয়া যাবে।
এখন ডিভাইস দুটি তাইওয়ান, হংকং, চীন ও ইউরোপের বাজারে পাওয়া যাবে। আগামী বছরে এগুলি আমেরিকায় পা রাখবে। ভারতে Asus ROG Phone 9 ও ROG Phone 9 Pro কবে লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।
Asus ROG Phone 9 ও ROG Phone 9 Pro স্পেসিফিকেশন ও ফিচার
আসুস আরওজি ফোন ৯ সিরিজে আছে ৬.৭৮ ইঞ্চি ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড এইচডিআর এলটিপিও ডিসপ্লে, যা স্মুথ গেমিংয়ের জন্য ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আবার কিছু গেমের জন্য ১৮৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লে ২,৫০০ নিটস ব্রাইটনেস অফার করবে এবং এই ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২।
পারফরম্যান্সের জন্য আসুস আরওজি ফোন ৯ সিরিজে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর দেওয়া হয়েছে। এই চিপসেট আগের তুলনায় ৪৫ শতাংশ সিপিইউ পারফরম্যান্স বৃদ্ধি, ৪০ শতাংশ উন্নত জিপিইউ ক্ষমতা অফার করবে। মডেল দুটির কুলিং সিস্টেম আরও ভালো করতে আসুস ৩৬০ ডিগ্রি এসওসি কুলিং সিস্টেম জেন ৩, ৫৭ শতাংশ বড় গ্রাফাইট শীট এবং নতুন ডিজাইনের আ্যরোঅ্যাক্টিভ কুলার এক্স প্রো দিয়েছে।
উভয় স্মার্টফোন অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক আরওজি ইউআই কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এই কাস্টম ওএস গেমিং ইন্টারফেস সহ লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিচার অফার করবে। আসুস বলেছে এই ডিভাইস দুটিতে দুটি ওএস আপডেট ও চার বছর সিকিউরিটি আপডেট আসবে।
আসুস আরওজি ফোন ৯ মডেলে ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 700 সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। অন্য দুটি সেন্সর হল ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর আরওজি ফোন ৯ প্রো তে পাওয়া যাবে ম্যাক্রো লেন্সের পরিবর্তে ওআইএস সহ ৩২ মেগাপিক্সেল ৩এক্স টেলিফটো ক্যামেরা। উভয় ফোনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
আর এই সিরিজের ফোনে ৫,৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি ৬৫ ওয়াট হাইপারচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর সাথে ১৫ ওয়াট কিউআই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাওয়া যাবে। স্মার্টফোন দুটি আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স সহ এসেছে। আসুস আরওজি ফোন ৯ সিরিজের ব্যাক প্যানেলে অ্যানিমি ভিশন ডিসপ্লে দেওয়া হয়েছে।
Asus ROG Phone 9 এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,০৯৯ ইউরো (প্রায় ৯৮,১৯৬ টাকা), ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,১৪৯ ইউরো (প্রায় ১,০২,৬৬৪ টাকা)।