সেরা গেমিং ফোন হবে Asus ROG Phone 9 ও 9 Pro, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ থাকবে ২৪ জিবি র‌্যাম

Asus ROG Pro 9 Pro Spotted on Geekbench - আসুস আরওজি ফোন ৯ ও আরওজি ফোন ৯ প্রো গিকবেঞ্চের কোর এমএল ইউরাল ইঞ্জিন ইনফেরেন্স টেস্টে ১৮১২ স্কোর করেছে, যা যথেষ্ট আকর্ষণীয়।

Ankita Mondal 11 Nov 2024 11:25 PM IST

আসুস তাদের গেমিং ফোন Asus ROG Phone 9 ও ROG Phone 9 Pro লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৯ নভেম্বর এই দুই ডিভাইসের উপর থেকে পর্দা সরানো হবে। বলার অপেক্ষা রাখে না যে, এই সিরিজে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া গেমিংয়ের জন্য আদর্শ ডিজাইন ও ফিচার পাওয়া যাবে। ইতিমধ্যেই আসুস আরওজি ৯ সিরিজের ডিভাইসগুলিকে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। আজ আবার লঞ্চের কয়েকদিন আগে এদেরকে Geekbench ML ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে।

Asus ROG Phone 9 ও ROG Phone 9 Pro সম্পর্কে গিকবেঞ্চ এমএল থেকে কি কি জানা গেছে

আসুস আরওজি ফোন ৯ ও আরওজি ফোন ৯ প্রো গিকবেঞ্চের কোর এমএল ইউরাল ইঞ্জিন ইনফেরেন্স টেস্টে ১৮১২ স্কোর করেছে, যা যথেষ্ট আকর্ষণীয়। গিকবেঞ্চের এমএল স্কোর ডিভাইসের মেশিন লার্নিং সক্ষমতার পারফরম্যান্স প্রকাশ করে। লিস্টিং থেকে আরও জানা গেছে যে, আসুস আরওজি ফোন ৯ ও আরওজি ফোন ৯ প্রো ২৪ জিবি পর্যন্ত র‌্যাম সহ আসবে। ডিভাইস দুটিতে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ও অ্যাড্রনো ৮৩০ জিপিইউ থাকবে। আর এগুলি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে।

আসুস আরওজি ফোন ৯ ও আরওজি ফোন ৯ প্রো এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

বিভিন্ন রিপোর্ট ও টিপস্টার মারফত জানা গেছে, আরওজি ফোন ৯ সিরিজে ৬.৭৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস স্যামসাং ফ্লেক্সিবল এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে দেখা যাবে। এতে ১-১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট (গেমিং মোডে ১৮৫ হার্টজ পর্যন্ত), ২৫০০ নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে। আবার ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হবে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। গেমিং ফোন দুটি ১২৮ জিবি/ ২৫৬ জিবি/ ৫১২ জিবি/ ১ টিবি স্টোরেজ সহ পাওয়া যেতে পারে।

ক্যামেরার কথা বললে, উভয় ডিভাইসে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইআইটি ৭০০ প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল ১২০ ডিগ্রি আল্ট্রা ওয়াইড লেন্স দেওয়া হবে। আবার আসুস আরওজি ফোন ৯ মডেলে ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর থাকতে পারে। যেখানে আরওজি ফোন ৯ প্রো হ্যান্ডসেট ৩২ মেগাপিক্সেল টেলিফটো লেন্স পেতে পারে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এগুলিতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। আর ফোন দুটি বড় ব্যাটারি সহ আসবে। যদিও ক্যাপাসিটি এখনও জানা যায়নি।

Show Full Article
Next Story