ASUS ROG Zephyrus Duo 16, ROG Flow X16 গেমিং ল্যাপটপ ভারতে লঞ্চ হল, দাম ও বিশেষত্ব দেখে নিন

ASUS তাদের 'রিপাবলিক অফ গেমার্স' বা সংক্ষেপে ROG সিরিজের অধীনে দুটি নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করলো ভারতীয় বাজারে। নবাগত...
SUPARNA 27 July 2022 4:06 PM IST

ASUS তাদের 'রিপাবলিক অফ গেমার্স' বা সংক্ষেপে ROG সিরিজের অধীনে দুটি নতুন গেমিং ল্যাপটপ লঞ্চ করলো ভারতীয় বাজারে। নবাগত এই দুটি মডেল হল - ROG Zephyrus Duo 16 এবং ROG Flow X16। ফিচারের কথা বললে, আলোচ্য কম্প্যাক্ট ডিজাইনের ল্যাপটপ দুটিতে এএমডি রাইজেন ৬০০০ সিরিজ সিপিইউ এবং ইন্টেলিজেন্ট কুলিং সিস্টেম উপলব্ধ। আবার ROG Zephyrus Duo 16 মডেলটি এসেছে ডুয়াল ডিসপ্লে ডিজাইন সহ। যার প্রাথমিক ও সেকেন্ডারি উভয় ডিসপ্লেই 4K রেজোলিউশন সমর্থন করে এবং টাচ-এনাবল। এছাড়া এতে একটি ফ্রন্ট IR ক্যামেরাও দেওয়া হয়েছে। অন্যদিকে ROG Flow X16, ১৬-ইঞ্চির বড় ডিসপ্লে প্যানেল ও উন্নত ভিজ্যুয়াল কোয়ালিটি অফার করবে। চলুন সদ্য আগত ASUS ল্যাপটপ-দ্বয়ের দাম ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ASUS ROG Zephyrus Duo 16, ROG Flow X16 দাম ও লভ্যতা

ভারতে আসুস আনীত লেটেস্ট গেমিং ল্যাপটপ দুটির মধ্যে, আসুস আরওজি জিফিরাস ডুও ১৬ ল্যাপটপের প্রারম্ভিক মূল্য ২,৪৯,০০০ টাকা রাখা হয়েছে। অন্যদিকে, আসুস আরওজি ফ্লো এক্স১৬ ল্যাপটপের দাম শুরু হচ্ছে ১,৭৯,৯৯০ টাকা থেকে। উভয় মডেলকেই অনলাইন এবং অফলাইন চ্যানেলের মাধ্যমে কেনার জন্য উপলব্ধ করা হবে।

ASUS ROG Zephyrus Duo 16 স্পেসিফিকেশন

প্রথমেই কথা বলা যাক আসুস আরওজি জিফিরাস ডুও ১৬ ল্যাপটপের ফিচার প্রসঙ্গে। উক্ত গেমিং ল্যাপটপটি ডুয়াল ডিসপ্লে ডিজাইন সহ এসেছে। এতে একটি ১৪.১-ইঞ্চির প্রাইমারি টাচস্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে, যা সর্বাধিক ৪কে (4K) রেজোলিউশন সমর্থন করে। সেকেন্ডারি স্ক্রিনপ্যাড প্লাস ডিসপ্লেটিও ৪কে (4K) রেজোলিউশন অফার করবে। এই আরওজি নেবুলা সেকেন্ডারি ডিসপ্লে, ডলবি ভিডিও এইচডি, অ্যাডাপ্টিভ স্ক্যান, ৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ১০০% DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করে। উল্লেখ্য, উভয় প্যানেলই টাচ ও স্টাইলাস ইনপুটের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই ডিভাইসের ডিসপ্লের সামনে একটি IR ক্যামেরা দেওয়া আছে, যাতে উইন্ডোজ হ্যালো ফিচারের সুবিধা পাওয়া যাবে।

অভ্যন্তরীণ ফিচারের কথা বললে, ASUS ROG Zephyrus Duo 16 ল্যাপটপে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৮০ টিআই গ্রাফিক্স কার্ড এবং এএমডি রাইজেন ৯ ৬৯০০এইচএক্স প্রসেসর আছে। আর যেহেতু আলোচ্য মডেলটিতে একাধিক শক্তিশালী ফিচার বর্তমান রয়েছে, সেহেতু সংস্থাটি ৮৪-ব্লেড আর্ক ফ্লো ফ্যান এবং কন্ডাক্টোনট এক্সট্রিম লিকুইড মেটাল কম্পাউন্ড সহ আরওজি ইন্টেলিজেন্ট কুলিং সিস্টেম উপলব্ধ করেছে এতে, যা গতানুগতিক থার্মাল পেস্টের তুলনায় তাপমাত্রা ১৫° সেলসিয়াস পর্যন্ত কমাতে সক্ষম। এই আসুস গেমিং ল্যাপটপে ৯০Whr ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

ASUS ROG Flow X16 স্পেসিফিকেশন

সম্প্রতি লঞ্চ হওয়া আরেকটি মডেল হল রগ ফ্লো এক্স১৬, যাতে একটি ১৬-ইঞ্চির ডিসপ্লে প্যানেল বিদ্যমান। এই মডেলটিও এক্সজি মোবাইল টেকনোলজির সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এটি একটি আল্ট্রা কমপ্যাক্ট ১৫-ইঞ্চি চ্যাসিসে ফিট হতে পারে। উক্ত ডিভাইসেও আরওজি নেবুলা এইচডিআর ডিসপ্লে আছে, যাতে AmLED প্রযুক্তি ব্যবহার করা হয়ছে। এই স্ক্রিন প্যানেলে ৫১২টি লোকাল ডিমিং জোন রয়েছে, যা ব্লুমিং এফেক্ট কমাতে সাহায্য করে।

আসুসের এই কমপ্যাক্ট ল্যাপটপে, এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৭০ টিআই গ্রাফিক্স কার্ড এবং এএমডি রাইজেন ৯ ৬৯০০এইচএস প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার দরুন, এই গেমিং ল্যাপটপটি উন্নত ভিজ্যুয়াল কোয়ালিটি অফার করতে 'রে ট্রেসিং' টেকনোলজি সমর্থিত কনটেন্ট রান করতে সক্ষম হবে। পূর্ববর্তী মডেলের ন্যায়, ROG Flow X16 ল্যাপটপেও একটি ডেডিকেটেড ফ্রস্ট ফোর্স কুলিং সিস্টেম উপলব্ধ, যা পালসার হিটসিঙ্কের সাথে একত্রে কাজ করে।

Show Full Article
Next Story