Asus Zenfone 10 এর সমস্ত ফিচার্স লিক হয়ে গেল, পিছনে 200MP ও সামনে 32MP ক্যামেরা

আসুস তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে Asus Zenfone 10 আগামী ২৯ জুন গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। যদিও এই...
Ananya Sarkar 23 Jun 2023 1:57 PM IST

আসুস তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে Asus Zenfone 10 আগামী ২৯ জুন গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। যদিও এই কমপ্যাক্ট হ্যান্ডসেটটিকে নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে, তবে লঞ্চের সময় যত এগিয়ে আসছে ততই নানা গুরুত্বপূর্ণ তথ্য জানা যাচ্ছে। যেমন চলতি সপ্তাহে টিপস্টার ইভান ব্লাস স্মার্টফোনটির ডিজাইন এবং কালার অপশন ফাঁস করেছিলেন। আবার কিছু স্পেসিফিকেশনও সামনে এসেছে। তবে এখন একটি নতুন রিপোর্টে Zenfone 10 সম্পর্কে প্রায় সবকিছুই প্রকাশ করে দেওয়া হয়েছে। Asus Zenfone সিরিজের নতুন মডেলটির বিষয়ে কী কী তথ্য উঠে এল, জেনে নেওয়া যাক।

Asus Zenfone 10 এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

উইনফিউচার তাদের প্রতিবেদনে দাবি করেছে, আসুস জেনফোন ১০-এ থাকবে কমপ্যাক্ট ৫.৯ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দেখা যাফে। এটি ৮ জিবি / ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, আসুস জেনফোন ১০ এর পিছনে ডুয়েল-ক্যামেরা সেটআপে ২০০ মেগাপিক্সেল স্যামসাং প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স থাকবে। ফোনটির ডিসপ্লের বাম কোণে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, জেনফোন ১০ একটি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। তবে, ফোনটির ফাস্ট চার্জিং ক্যাপাসিটি সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। জেনফোন ১০ সম্ভবত অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে।

এছাড়াও বলা হয়েছে যে, আসুস জেনফোন ১০ মডেলে ধাতব ফ্রেম এবং প্লাস্টিকের রিয়াল প্যানেল সহ আইপি৬৮ রেটেড ধুলো এবং জল-প্রতিরোধী বডি থাকবে। এতে ডুয়েল স্পিকার, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

Asus Zenfone 10-এর মূল্য (প্রত্যাশিত)

উইনফিউচার জানিয়েছে যে, আসুস জেনফোন ১০ এর বেস ভ্যারিয়েন্টের দাম হবে ৭৪৯ ডলার (প্রায় ৬১,৫০০ টাকা)। আর হ্যান্ডসেটটির ফাঁস হওয়া রেন্ডারগুলি ইঙ্গিত করে যে, এটি রেড, ব্ল্যাক, গ্রে, গ্রীন এবং হোয়াইট/সিলভারের মতো কালার অপশনে পাওয়া যাবে।

Show Full Article
Next Story