DSLR ভুলে যাবেন, Gimbal ফিচার সহ Asus এর নয়া স্মার্টফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা

আসুস বহু জল্পনার পর গতকাল Asus Zenfone 10 লঞ্চের তারিখ আগামী ২৯ জুন বলে ঘোষণা করেছে। পাশাপাশি সংস্থা ফ্ল্যাগশিপ ফোনটির...
Ananya Sarkar 9 Jun 2023 7:59 PM IST

আসুস বহু জল্পনার পর গতকাল Asus Zenfone 10 লঞ্চের তারিখ আগামী ২৯ জুন বলে ঘোষণা করেছে। পাশাপাশি সংস্থা ফ্ল্যাগশিপ ফোনটির সামনের ডিজাইনও প্রকাশ করেছে। জানা গিয়েছে, Asus Zenfone 10-র ওপরের বাম কোণায় একটি পাঞ্চ-হোল কাটআউট থাকবে। আর এখন কোম্পানির তরফে Asus Zenfone 10 সম্পর্কিত আরও কিছু তথ্য শেয়ার করা হয়েছে৷ সংস্থাটি নয়া টিজার ডিভাইসটির ডিসপ্লের আকারের পাশাপাশি প্রসেসরের তথ্য সামনে এনেছে৷

Asus Zenfone 10 ফোনে ফ্ল্যাশশিপ Qualcomm প্রসেসর থাকবে

আসুস তার টিজারে "অল অন হ্যান্ড" ট্যাগলাইনটিকে হাইলাইট করেছে, যা নিশ্চিত করে যে নতুন জেনফোন ১০ এক হাতে ব্যবহারের জন্য উপযুক্ত একটি কমপ্যাক্ট ডিভাইস হবে। এছাড়াও, ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে স্মার্টফোনটিতে ৫.৯ ইঞ্চির ডিসপ্লে থাকবে। আশা করা যায় যে, এটি অ্যামোলেড (AMOLED) প্যানেল হবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এছাড়াও, জেনফোন ১০ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে বলেও আসুসের তরফে জানানো করা হয়েছে।

ফোনটিতে সিক্স+অ্যাক্সি জিম্বাল স্ট্যাবিলাইজেশন এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকবে। কোম্পানির তরফে জানানো হয়েছে। জল এবং ধুলো প্রতিরোধের জন্য, আসুসের এই কমপ্যাক্ট ফোনটিতে সম্ভবত আইপি৬৮ (IP68) রেটিং থাকবে। এটি ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করতে পারে।

আসুস জেনফোন ১০ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক আসুস জেন ইউআই ১ (ASUS ZenUI 1) ইউজার ইন্টারফেসে রান করবে বলে জানা গেছে। সবশেষে ফটোগ্রাফির জন্য এতে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করতে পারে। এছাড়া, ফোনটির ব্যাটারি ক্ষমতা ও ক্যামেরা কনফিগারেশন সহ অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে এখনও বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।

Show Full Article
Next Story