Asus Zenfone 11 Ultra: বাজার তোলপাড় করবে আসুস-এর নয়া ফোন, ফিচার্স শুনবেন
আসুস (Asus)-এর Zenfone সিরিজের কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি বাজারে বেশ জনপ্রিয়। তাইওয়ানের ব্র্যান্ডটি বর্তমানে...আসুস (Asus)-এর Zenfone সিরিজের কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি বাজারে বেশ জনপ্রিয়। তাইওয়ানের ব্র্যান্ডটি বর্তমানে Asus Zenfone লাইনআপের পরবর্তী প্রজন্মের ডিভাইসগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। এগুলি Zenfone 11 এবং Zenfone 11 Ultra নামে লঞ্চ হবে৷ এর মধ্যে ‘Ultra’ মডেলটিকে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) এবং সিঙ্গাপুরের এসডিপিপিআই (SDPPI) সার্টিফিকেশন ওয়েবসাইটগুলিতে ইতিমধ্যেই দেখা গেছে। আর এখন, একটি সূত্র মারফৎ Zenfone 11 Ultra-এর ডিজাইন এবং স্পেসিফিকেশনে সামনে এসেছে।
Asus Zenfone 11 Ultra-এর স্পেসিফিকেশন এবং রেন্ডার ফাঁস
ফাঁস হওয়া রেন্ডার এবং স্পেসিফিকেশন থেকে আন্দাজ করা হচ্ছে যে, ডিভাইসটি কিছু পরিবর্তন সহ আরওজি ফোন ৮-এর রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। খবর সত্য হলে, তাইওয়ানের ব্র্যান্ডটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ ট্যাগ থেকে দূরে সরে যাবে, যদি না এর কোনও স্ট্যান্ডার্ড জেনফোন ১১ ভ্যারিয়েন্ট থাকে।
ফাঁস হওয়া ছবিগুলি আসুস আরওজি ফোন ৮-এর মতো একই ডিজাইনের জেনফোন ১১ আল্ট্রা-কে দেখিয়েছে। এতে ফ্ল্যাট ফ্রেম এবং ব্ল্যাক কালারে প্রসারিত ক্যামেরা মডিউল রয়েছে। ফোনটির রিয়ার প্যানেলে কিছু তির্যক রেখা রয়েছে এবং স্কাইলাইন ব্লু, ভার্ডিউ গ্রিন, ডেজার্ট সিয়েনা, ইটারনাল ব্ল্যাক ও মিস্টি গ্রে কালার অপশনে পাওয়া যাবে। বলাই বাহুল্য, ফোনে কোনও আরওজি ব্র্যান্ডিং নেই। রিটেইল বক্সের ফাঁস হওয়া ছবিটি আসুস জেনফোন ১১ আল্ট্রা নামটিকে নিশ্চিত করেছে।
ওই রেডডিট ইউজার Zenfone 11 Ultra-এর স্পেসিফিকেশনও শেয়ার করেছেন। এতে ১৪৪ হার্টজ এলটিপিও (LTPO) রিফ্রেশ রেট সহ ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের রেজোলিউশন সহ ৬.৭৮ ইঞ্চির স্যামসাং অ্যামোলেড (Samsung AMOLED) ডিসপ্লে থাকবে। রিফ্রেশ রেটটি আরওজি ফোন ৮ সিরিজে থাকা ১৬৫ হার্টজের থেকে কম। ফটোগ্রাফির জন্য, Zenfone 11 Ultra-এ জিম্বল অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলিজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১৪ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর উপস্থিত থাকবে।
এছাড়াও, উল্লেখ করা হয়েছে যে, Zenfone 11 Ultra-এ Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর থাকবে, যা ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Zenfone 11 Ultra-এ ৬৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,৫০০ এমএএইচ ব্যাটারি ইউনিট থাকবে।