একবার চার্জে চলবে একদিন, Belkin Soundform Rise ইয়ারফোন ভারতে লঞ্চ হল
ভারত লঞ্চ হল Belkin সংস্থার নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোন, যার নাম Soundform Rise। সংস্থার মতে, একবার চার্জে...ভারত লঞ্চ হল Belkin সংস্থার নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারফোন, যার নাম Soundform Rise। সংস্থার মতে, একবার চার্জে এটি ৭ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। তাছাড়া এতে রয়েছে ডুয়াল মাইক্রোফোন সেটআপ এবং জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IPX5 রেটিং প্রাপ্ত। চলুন দেখে নেওয়া যাক নতুন Belkin Soundform Rise ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।
Belkin Soundform Rise ইয়ারফোনের দাম ও লভ্যতা
ভারতীয় বাজারে বেলকিন সাউন্ডফর্ম রাইস ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ৭,৯৯৯ টাকা। এটি ই-কমার্স সাইট অ্যামাজনে উপলব্ধ।
Belkin Soundform Rise ইয়ারফোনের স্পেসিফিকেশন
নবাগত সাউন্ডফর্ম রাইস ইয়ারফোনের স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এটি স্বাচ্ছন্দ্যময় ইন-ইয়ার ফিট ডিজাইনের সাথে এসেছে। আবার এটি টাচ কন্ট্রোল টেকনোলজি সাপোর্ট করায় ব্যবহারকারী সহজেই স্পর্শের মাধ্যমে ভলিউম নিয়ন্ত্রণ, মিউজিক ট্র্যাক পরিবর্তন এবং ফোন কলের উত্তর দিতে পারবেন। তাছাড়া এতে ব্যবহৃত হয়েছে ৬ এমএম ডায়নামিক ড্রাইভার এবং ডুয়েল কানেক্ট টেকনোলজি। তাই এর মনো মোডে ব্যবহারকারী কেবলমাত্র একটি ইয়ারবাড ব্যবহার করে অন্য কান বাইরের আওয়াজ শোনার জন্য ফাঁকা রাখতে পারবেন।
অন্যদিকে, সাউন্ডফর্ম রাইস ইয়ারফোনের চার্জিং কেসটি কিউআই ওয়্যারলেস চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। উপরন্তু এর ইয়ারবাডগুলিতে রয়েছে দুটি মাইক্রোফোন, যা এনভারমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি সাপোর্ট করতে সক্ষম। তাছাড়া এর সাথে দেওয়া হচ্ছে তিনটি ভিন্ন সাইজের সিলিকন ইয়ারটিপ।
সংস্থার মতে, একবার চার্জে অডিও ডিভাইসটি ৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। আবার চার্জিং কেস সমেত এটি ২৪ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। সর্বোপরি, জল থেকে সুরক্ষা দিতে Belkin Soundform Rise, IPX5 রেটিংসহ এসেছে।