রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা, প্রসেসরযুক্ত স্মার্টফোন কিনতে চান, তাহলে Redmi Note 13 5G আপনার জন্য সেরা হবে। আপাতত এই ফোনটি 15,000 টাকারও কম দামে পাওয়া যাচ্ছে।প্রসঙ্গত, এখনও পর্যন্ত ১ কোটিরও বেশি মানুষ Redmi Note 13 সিরিজের ফোন কিনেছেন। এই স্মার্টফোনটি বর্তমানে ফ্লিপকার্টে খুব কম দামে বিক্রি হচ্ছে।
Redmi Note 13 5G এর সাথে ডিসকাউন্ট
ফ্লিপকার্ট সেলে রেডমি নোট 13 5জি ফোনটি 4,200 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এর 6 জিবি র্যাম ভ্যারিয়েন্টটি 18,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে বর্তমানে ফ্লিপকার্টে ছাড়ের পরে 15,799 টাকায় বিক্রি হচ্ছে। আবার আপনার কাছে যদি এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড থাকে তবে আপনি 1000 টাকা ছাড় পেতে পারেন, এর পরে আপনি ডিভাইসটি 14,799 টাকায় কিনতে পারবেন।
Redmi Note 13 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি নোট 13 5জি ফোনে 1080×2400 পিক্সেলের রেজোলিউশনের 6.67-ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Redmi Note 13 5G এর ক্যামেরা সেটআপের কথা বললে, এতে 108 মেগাপিক্সেল প্রাথমিক রিয়ার ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা পাওয়া যাবে, আর ফোনের সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 5,000mAh ব্যাটারি সহ এসেছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।