108 মেগাপিক্সেল ক্যামেরার সেরা 4 ফোন, দাম শুরু মাত্র 9999 টাকা থেকে, আজই অর্ডার করুন

মানুষের মধ্যে স্মার্টফোনের ফিচার সম্পর্কিত চাহিদা দিনকেদিন বেড়েই চলেছে। যার দরুন ব্র্যান্ডগুলিও ক্রেতাদের চাহিদা মেটাতে...
SUPARNA 31 Aug 2023 3:54 PM IST

মানুষের মধ্যে স্মার্টফোনের ফিচার সম্পর্কিত চাহিদা দিনকেদিন বেড়েই চলেছে। যার দরুন ব্র্যান্ডগুলিও ক্রেতাদের চাহিদা মেটাতে একের পর এক নতুন প্রযুক্তি বা আপগ্রেডেড ফিচারের সাথে তাদের হ্যান্ডসেটগুলিকে লঞ্চ করছে। বিশেষত এই মুহূর্তে বেশিরভাগ ক্রেতারা সাশ্রয়ী মূল্যে দুর্দান্ত ক্যামেরা স্মার্টফোন কিনতে অত্যন্ত আগ্রহী। যে কারণে - OnePlus, Samsung, Infinix, এবং Realme -এর মতো সংস্থাগুলি এমন কয়েকটি বাজেট ও মিড-রেঞ্জের হ্যান্ডসেট নিয়ে এসেছে যা অবিশ্বাস্য ১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে। শুধু তাই নয়, ডিভাইসগুলির ক্যামেরা বিভাগে একাধিক মোড ও ফিল্টারও সাপোর্ট করে। আপনিও যদি নিজের জন্য সস্তায় এমনি একটি অ্যাডভান্স ক্যামেরা ইউনিট যুক্ত স্মার্টফোন কিনতে চান তবে আমাদের এই প্রতিবেদন পড়ুন।

১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা অফারকারী ৪টি সেরা স্মার্টফোনের তালিকা

OnePlus Nord CE 3 Lite 5G : ১৯,৯৯৯ টাকা

ছবি ও ভিডিও তোলার জন্য ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৩এক্স লসলেস জুম সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এই ৫জি ডিভাইসে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭১-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে আছে। এতে - অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩.১ কাস্টম ওএস, ৬৭ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি‌ পাওয়া যাবে।

Samsung Galaxy F54 5G : ২৯,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার ও OIS প্রযুক্তি সমর্থিত ১০৮ মেগাপিক্সেলের 'নো-শেক' প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। এই ফ্ল্যাগশিপ নাইটগ্রাফি ফিচার সাপোর্ট করায় রাতের সময়েও যথেষ্ট স্পষ্ট ছবি ক্যাপচার করা যাবে। আবার ডিভাইসটি ন্যানো-বিনিং প্রযুক্তি সহ আসায়, বড় পিক্সেলের সাথে আরও বেশি পরিমাণ আলো লেন্স ধরতে সমর্থ। শুধু তাই নয়, এর রিয়ার ক্যামেরা সেটআপ সংস্থার নিজস্ব অস্ট্রোল্যাপ্স (AstroLapse) ফিচার সাপোর্ট করে, যা ইউজারদের টাইম-ল্যাপস ভিডিও তৈরি করার অনুমতি দেয়। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এফ/২.২ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে। এছাড়া এই ফোনে - ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড প্লাস ইনফিনিটি-ও ডিসপ্লে দেখা যাবে। এটি - অক্টাকোর এক্সিনস ১৩৮০ প্রসেসর, মালি-জি৬৮ এমপি৫ জিপিইউ, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ কাস্টম স্কিন এবং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।

Infinix Note 30 5G : ১৪,৯৯৯ টাকা

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, ইনফিনিক্স নোট ৩০ ৫জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল - ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং একটি এআই (AI) লেন্স। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার লক্ষ্যণীয়। অন্যান্য বিশেষত্বের কথা বললে এই ফোনে - ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LTPS ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এক্সওএস ১৩ কাস্টম ওএস এবং জেবিএল টিউনড ডুয়েল স্পিকার সিস্টেম মিলবে। এছাড়া ইনফিনিসক্সের এই লেটেস্ট ৫জি-এনাবল মডেল ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Realme C53 : ৯,৯৯৯ টাকা

১০,০০০ টাকারও কম মূল্যের এই ফোনটিতে দামের তুলনায় অধিক উন্নত ক্যামেরা বিভাগ বিদ্যমান। এক্ষেত্রে রিয়েলমি সি৫৩ স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি হল - ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। এছাড়া অন্যান্য ফিচার হিসাবে - ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৪-ইঞ্চি এইচডি প্লাস LPS LCD ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে, মালি-জি৫৭ জিপিইউ, ইউনিসক টি৬১২ অক্টা-কোর চিপসেট, এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি অন্তর্ভুক্ত থাকছে।

Show Full Article
Next Story