108MP ক্যামেরা ও 16GB র‌্যামের ফোন মাত্র 8499 টাকায়, এখানে চলছে বাম্পার সেল

itel S24 এর 8GB RAM ও 28GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে মাত্র 8,499 টাকায় পাওয়া যাচ্ছে। এককালীন সমস্ত অর্থ পরিশোধ না করতে পারলে রয়েছে ইএমআই এর সুবিধা। এরজন্য মাসে সর্বনিম্ন 412 টাকা করে দিতে হবে।

Suman Patra 28 Nov 2024 8:37 AM IST

আপনি যদি কম দামে দুর্দান্ত পারফরম্যান্স ও ভালো ক্যামেরার ফোন চান তবে আপনার জন্য রয়েছে সুখবর।অ্যামাজনে চলমান আইটেল ডেজ সেলে ব্র্যান্ডের 108MP ক্যামেরার চমৎকার স্মার্টফোন itel S24 পাওয়া যাচ্ছে বাম্পার ডিসকাউন্টে। ক্যামেরা ছাড়াও এই ডিভাইসে আছে মেমোরি ফিউশন ফিচার, যা ফোনের মোট র‌্যাম 16 জিবি পর্যন্ত বাড়াতে সাহায্য করবে। উপরন্তু, আপনি এতে বড় ডিসপ্লে পাবেন।

itel S24 এর 8GB RAM ও 28GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট সেলে মাত্র 8,499 টাকায় পাওয়া যাচ্ছে। এককালীন সমস্ত অর্থ পরিশোধ না করতে পারলে রয়েছে ইএমআই এর সুবিধা। এরজন্য মাসে সর্বনিম্ন 412 টাকা করে দিতে হবে। সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার। যেখানে পুরানো ফোন এক্সচেঞ্জ করে 8,050 পর্যন্ত পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করবে।

itel S24 এর ফিচার এবং স্পেসিফিকেশন

আইটেলের এই ফোনে 720 X 1612 পিক্সেল রেজোলিউশন সহ 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লে আছে। এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিভাইসটি 8 জিবি ফিজিক্যাল র‌্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসে। তবে মেমোরি ফিউশন ফিচারের সাহায্যে প্রয়োজনের সময় ফোনের মোট র‌্যাম 16 জিবি পর্যন্ত হয়ে যায়। পারফরম্যান্সের জন্য এতে MediaTek Helio G91 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ক্যামেরার কথা বললে, এই সস্তা স্মার্টফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর মধ্যে রয়েছে কিউভিজিএ ডেপ্থ সেন্সর সহ একটি 108MP প্রধান লেন্স।

সেলফির জন্য ফোনের সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে ব্র্যান্ডটি। এতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক আইটেল ওএস 13 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। বায়োমেট্রিক সিকিউরিটির এতে জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

Show Full Article
Next Story