7000 টাকার কমে সেরা স্মার্টফোন, লিস্টে আছে Redmi, Poco-র নাম
বাজেট কম থাকলেও এখন ভালো ফিচারের ফোন কেনা সম্ভব। স্মার্টফোন ব্র্যান্ডগুলি এখন ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে কম দামে...বাজেট কম থাকলেও এখন ভালো ফিচারের ফোন কেনা সম্ভব। স্মার্টফোন ব্র্যান্ডগুলি এখন ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশনের স্মার্টফোন লঞ্চ করছে। এই প্রতিবেদনে আমরা অ্যামাজন ইন্ডিয়ায় 7 হাজার টাকারও কম দামে উপলব্ধ সেরা 3টি স্মার্টফোন সম্পর্কে বলবো। এই ফোনগুলিতে 8 জিবি পর্যন্ত র্যাম, 50 মেগাপিক্সেল পর্যন্ত প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে।
7000 টাকার কমে সেরা 4G স্মার্টফোন
Tecno Pop 8
দাম: 6899 টাকা
ফিচার: টেকনো পপ 8 এর 4 জিবি র্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজন ইন্ডিয়ায় 6,899 টাকা। আর এই ফোনে মেমোরি ফিউশন ফিচার উপস্থিত। এর ফলে ডিভাইসটির মোট র্যাম বেড়ে দাঁড়াবে 8 জিবি। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই হ্যান্ডসেটে পাওয়া যাবে 12 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Poco C65
দাম: 6998 টাকা
স্পেসিফিকেশন: পোকো সি65 এর 4 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট অ্যামাজন ইন্ডিয়ায় 6,998 টাকায় বিক্রি হচ্ছে। ফিচারের কথা বললে এই ফোনে আপনি 6.74 ইঞ্চি এইচডি + ডিসপ্লে আছে। এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট। ফটোগ্রাফির জন্য এই ডিভাইসে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা উপস্থিত। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর ও এআই লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
Redmi A3x
দাম: 6949 টাকা
ফিচার: রেডমির এই স্মার্টফোনের 3 জিবি র্যাম এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 6949 টাকা। এই স্মার্টফোনে রয়েছে 3 জিবি ভার্চুয়াল র্যাম। রেডমির এই ডিভাইসে আছে 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.71-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 3। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে পাওয়া যাবে 8 মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা সেটআপ। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। রেডমির এই হ্যান্ডসেটে 5000 এমএএইচ ব্যাটারি রয়েছে।