ভালো সেলফি তুলতে চান? বেছে নিন এই 3টি Smartphone, পাবেন 60MP অবধি ফ্রন্ট ক্যামেরা
Best Selfie Camera Phone: এখনকার সময়ে মুঠোফোনের মধ্যে যখন খুশি যেমন খুশি সেলফি অর্থাৎ নিজের ছবি তোলাটা বেশ সাধারণ...Best Selfie Camera Phone: এখনকার সময়ে মুঠোফোনের মধ্যে যখন খুশি যেমন খুশি সেলফি অর্থাৎ নিজের ছবি তোলাটা বেশ সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই জন্য ক্রেতারা নতুন ফোন কেনার সময় তাতে উচ্চ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে কি না তা দেখে নিচ্ছেন। সেক্ষেত্রে এই উৎসবের মরসুমে আপনিও যদি নিজের জন্য একটি দুর্দান্ত সেলফি ক্যামেরার স্মার্টফোন কিনতে এবং নিজস্বী তুলে সবাইকে তাক লাগিয়ে দিতে চান, তবে আমরা আজ আপনাকে একটু সাহায্য করতে চলেছি। আসলে এই প্রতিবেদনে আমরা তিনটি দুর্দান্ত ফোনের কথা বলব, যাতে 60MP পর্যন্ত ফ্রন্ট ক্যামেরা মিলবে। ফোনগুলির রিয়ার ক্যামেরা সেটআপও চমৎকার, তাছাড়াও এগুলিতে উন্নত মানের বড় ডিসপ্লে, ভালো প্রসেসর, ফাস্ট চার্জিং সাপোর্ট ইত্যাদি একাধিক কাজের ফিচার অফার করবে। তবে এগুলি ভিন্ন ভিন্ন দামের রেঞ্জে আসে। আসুন, আর দেরি না করে ফোনগুলির নাম এবং ফিচারসমূহ এক নজরে দেখে নিই।
সেলফি তোলার জন্য সেরা এই 3টি স্মার্টফোন
১. Vivo V30 Pro: কয়েকদিন আগে লঞ্চ হওয়া এই ফোনটি 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। সাথে আছে 50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপও, যার মধ্যে প্রাইমারি ক্যামেরাটি ওআইএস (OIS) প্রযুক্তি সাপোর্ট করে। এছাড়া এটি 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.78 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 প্রসেসর, 12 জিবি পর্যন্ত র্যাম, 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000 এমএএইচ ব্যাটারি ইত্যাদি ফিচারও অফার করবে।
এর দাম শুরু 41,999 টাকা থেকে।
২. Vivo V29e 5G: এতেও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। তবে এই ফোনটি 64 মেগাপিক্সেল ওআইএস প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, 120 হার্টজ 6.78 ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট, 256 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, 5,000 এমএএইচ ব্যাটারি এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহারের সুবিধাও দেবে।
এর দাম শুরু 25,999 টাকা থেকে।
৩. Infinix Zero 20: এই ফোনটি 60 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বহন করে। পাশাপাশি এতে 6.7 ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি99 প্রসেসর, 8 জিবি র্যাম, 128 জিবি ইন্টারনাল স্টোরেজ, 45 ওয়াট ফাস্ট চার্জিং, 4,500 এমএএইচ ব্যাটারি এবং 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে।
এর দাম 17,999 টাকা অর্থাৎ 20 হাজারের কম।