Best 108MP Camera Smartphone: দাম শুরু 9 হাজার টাকা থেকে, সেরা 3 স্মার্টফোন দেখে নিন
আপনি যদি কম দামে সেরা ক্যামেরা স্পেসিফিকেশনের ফোন কিনতে চান, তবে অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টে আপনার জন্য কিছু সেরা...আপনি যদি কম দামে সেরা ক্যামেরা স্পেসিফিকেশনের ফোন কিনতে চান, তবে অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টে আপনার জন্য কিছু সেরা মডেল রয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা এই প্ল্যাটফর্মগুলিতে উপলব্ধ 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সেরা 3 টি স্মার্টফোন সম্পর্কে বলবো। বিশেষ বিষয় হল এই ডিভাইসগুলি কোনও অফার ছাড়াই খুব কম দামে পাওয়া যায়। আর এতে দুর্ধর্ষ ক্যামেরা ছাড়াও 16 জিবি পর্যন্ত র্যাম রয়েছে। লিস্টের সবচেয়ে সস্তার ফোনের দাম 9 হাজার টাকার কম।
কম দামে 108 মেগাপিক্সেল ক্যামেরার সেরা 3 স্মার্টফোন
- itel S24
দাম 8999 টাকা
108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ এই ফোনটি অ্যামাজন ইন্ডিয়ায় 8,999 টাকায় বিক্রি যাচ্ছে। এতে মেমোরি ফিউশন ফিচারের কারণে 16 জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে। এই স্মার্টফোনে আছে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। পারফরম্যান্সের জন্য উপস্থিত মিডিয়াটেক হেলিও জি91 চিপসেট। আইটেল এস24 হ্যান্ডসেটে 90 হার্টজ রিফ্রেশ রেটের 6.6-ইঞ্চি এইচডি প্লাস IPS ডিসপ্লে আছে।
- POCO X6 Neo 5G
দাম : 13999 টাকা
এই ফোনের 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,999 টাকা। এই ফোনে আছে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। ডিভাইসটির সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 চিপসেট। ফোনটির ব্যাটারি 5,000 এমএএইচ, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে 6.67 ইঞ্চি ফুল এইচডি + অ্যামোলেড ডিসপ্লে আছে।
- Realme C53
দাম : 11,999 টাকা
রিয়েলমির এই ফোনে আছে 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। ফ্লিপকার্টে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ এই স্মার্টফোনের দাম 11,999 টাকা। এর পিছনে 2-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরাও আছে। এর সেলফি ক্যামেরার রেজোলিউশন 8 মেগাপিক্সেল। রিয়েলমির এই ডিভাইসে 6.74 ইঞ্চি ডিসপ্লে উপস্থিত। প্রসেসর হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি612। ফোনটির ব্যাটারি 5,000 এমএএইচ, যা 28 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।