OnePlus এর নতুন 5G ফোনে আকর্ষণীয় অফার, সাথে রয়েছে মাসিক কিস্তিতে অর্থ পরিশোধের সুবিধা
জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon, 'Smartphone Upgrade Days' নামক একটি নয়া সেল নিয়ে হাজির হয়েছে। আলোচ্য সেলটি...জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon, 'Smartphone Upgrade Days' নামক একটি নয়া সেল নিয়ে হাজির হয়েছে। আলোচ্য সেলটি আগামীকাল অর্থাৎ ১৫ই নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। এই সময়কালে আপনারা একাধিক নামিদামি ব্র্যান্ডের স্মার্টফোনকে ৪০% পর্যন্ত ডিসকাউন্টের সাথে কিনে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন। তবে আজ আমরা বিশেষভাবে OnePlus আনীত একটি মিড-রেঞ্জ এবং একটি বাজেট-রেঞ্জের হ্যান্ডসেটের সাথে উপলব্ধ অফারের বিষয়েই আলোচনা করবো। আজ্ঞে হ্যাঁ! OnePlus Nord 2T 5G এবং OnePlus Nord CE 2 Lite 5G মডেল-দ্বয়কে ডিসকাউন্ট ছাড়াও বিভিন্ন প্রকারের ব্যাঙ্ক অফার ও ইএমআই বিকল্পের সাথে সেলে বিক্রি করা হচ্ছে। চলুন Amazon Smartphone Upgrade Days Sale থেকে উল্লেখিত OnePlus ফোন দুটিকে কতটা কম দামে পকেটস্থ করা যাবে তা জেনে নেওয়া যাক এবার…
Amazon Smartphone Upgrade Days Sale -এ OnePlus Nord 2T 5G ও Nord CE 2 Lite 5G ফোনের সাথে উপলব্ধ অফার
ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি স্মার্টফোনের ৮ জিবি র্যাম+১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের বিক্রয় মূল্য ২৮,৯৯৯ টাকা। তবে আপনারা যদি উক্ত মডেলটি অ্যামাজন আয়োজিত সেল থেকে কেনেন তবে একাধিক ব্যাঙ্ক অফার পেয়ে যাবেন। যেমন Bank of Baroda (নন-ইএমআই) বা Federal ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ১০% বা ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে৷ আবার Bank Of Baroda -এর ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশনে ১০% বা ১,২৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। কিস্তিতে টাকা শোধ করতে চাইলে, নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সাথে মাসিক ১,৩৫৮ টাকার স্ট্যান্ডার্ড ইএমআই অপশনের সুবিধা মিলবে।
অন্যদিকে, ১৯,৯৯৯ টাকার প্রাইস ট্যাগের সাথে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনের সাথে বর্তমানে ৫% বা ১,০০০ টাকার ছাড় দিচ্ছে অ্যামাজন। যারপর এটিকে নাত্র ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে। অফারের কথা বললে, আলোচ্য মডেলটির সাথে প্রযোজ্য যাবতীয় ব্যাঙ্ক অফার পূর্ববর্তী OnePlus Nord 2T 5G ফোনের অনুরূপ। তদুপরি একসাথে টাকা শোধ করতে না পারলে, আপনারা প্রতি মাসে ৯০৮ টাকার প্রারম্ভিক মূল্যের স্ট্যান্ডার্ড ইএমআই প্রদান করতে পারেন। এছাড়া নো-কস্ট ইএমআই বিকল্পও উপলব্ধ থাকছে।
OnePlus Nord 2T 5G স্পেসিফিকেশন
ডুয়াল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন সহ একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল স্টাইল এবং এটি ২০:৯ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং HDR10+ টেকনোলজি সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ (OxygenOS 12.1) দ্বারা চালিত। ওয়ানপ্লাসের এই ৫জি হ্যান্ডসেটটি ১২ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 রম সহ পাওয়া যাবে। আর নিরাপত্তার জন্য উক্ত ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।
OnePlus Nord 2T 5G স্মার্টফোনে ডুয়াল-এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শ্যুটার এবং এফ/২.২ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। অন্যদিকে, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য উক্ত ডিভাইসের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের Sony IMX615 সেন্সর রয়েছে (অ্যাপারচার : এফ/২.৪)।
OnePlus Nord 2T 5G ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/ এ-জিপিএস /NavIC, NFC, এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ডুয়াল-সেল ব্যাটারি আছে, যা ৮০ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সমর্থন করে। ফোনটির পরিমাপ ১৫৯.১x৭৩.২x৮.২ মিমি এবং ওজন ১৯০ গ্রাম।
OnePlus Nord CE 2 Lite 5G স্পেসিফিকেশন
ডুয়াল-সিমের (ন্যানো) ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন সহ ৬.৫৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪১২ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যার এসপেক্ট রেশিও ২০:৯, পিক্সেল ডেনসিটি ২০২পিপিআই এবং রিফ্রেশ রেট (ডাইনামিক) ১২০ হার্টজ। এই ডিসপ্লে, sRGB কালার গ্যামেট এবং ২৪০ হার্টজ টাচ রেসপন্স রেট সমর্থন করে, যা উন্নত গেমিং অভিজ্ঞতা প্রদান করবে বলে জানিয়েছে ওয়ানপ্লাস। তদুপরি, অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের সম্পর্কে বললে, এই নয়া হ্যান্ডসেটটি অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ এবং অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনওএস ১২.১ কাস্টম স্কিন পাওয়া যাবে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত LPDDR4X র্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 স্টোরেজ সহ উপলব্ধ।
ক্যামেরা ফ্রন্টের কথা বললে, OnePlus Nord CE 2 Lite 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল, এফ/১.৭ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল শ্যুটার এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য এই ডিভাইসের সামনে, এফ/২.০ অ্যাপারচার সহ একটি ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর দেখা যাবে।
ওয়ানপ্লাসের এই লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য, 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.২, জিপিএস/এ-জিপিএস, এনএফসি, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Nord CE 2 Lite 5G ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। পরিশেষে, উক্ত মডেলের পরিমাপ ১৬৪.৩x৭৫.৬x৮.৫মিমি এবং ওজন ১৯৫ গ্রাম।