5G Phones Under Rs 10000: অ্যামাজন ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ১০ হাজার টাকার কমে সেরা ৫জি ফোন
অ্যামাজনে বছরের সবচেয়ে বড় গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল শুরু হচ্ছে আজ রাত ১২টা থেকে। এই সেলে বাজেট স্মার্টফোন অনেক...অ্যামাজনে বছরের সবচেয়ে বড় গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেল শুরু হচ্ছে আজ রাত ১২টা থেকে। এই সেলে বাজেট স্মার্টফোন অনেক ছাড়ে পাওয়া যাবে। তাই আপনি যদি সস্তায় একটি ভাল ফোন কিনতে চান তবে গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলের অফারগুলি মিস করবেন না। আমরা এই প্রতিবেদনে সেলে ১০ হাজার টাকার কমে বিক্রি হতে চলা স্মার্টফোন সম্পর্কে জানাবো।
অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ১০ হাজার টাকার কমে ৫জি স্মার্টফোন
রেডমি ১৩সি ৫জি
অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে রেডমির এই ফোনটি ১,০০০ টাকা ছাড়ে ১০ হাজার টাকার কমে ৯,৪৯৯ টাকায় বিক্রি হবে। রেডমি ১৩সি ৫জি ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট দেওয়া হয়েছে। ফোনটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এআই ক্যাম এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনে আছে (৫জি ভ্যারিয়েন্ট) ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
পোকো এম৬ প্রো ৫জি
পোকোর এই ফোনটি অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে ৯,৯৯৮ টাকায় কেনা যাবে। এই ডিভাইসে রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা আপনাকে দেবে চমৎকার ফটোগ্রাফির সুযোগ। এছাড়াও এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে।
রিয়েলমি নারজো এন৬১
অ্যামাজন সেল থেকে রিয়েলমির এই ফোনটি আপনি ৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন। এতে রয়েছে ইউনিসক চিপসেট। সাথে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর। সেলফির জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য, রিয়েলমি নারজো এন৬১ ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আইকিউ জেড৯ লাইট ৫জি
আইকোর এই স্মার্টফোনটি প্রথমবার অ্যামাজনের প্রাইম ডে সেলে বিক্রি হবে। সেলে এর দাম ১০ হাজার টাকার কম অর্থাৎ ৯,৯৯৯ টাকা রাখা হবে। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আইকিউ জেড৯ লাইট ৫জি ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি এআই ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের বোকেহ লেন্স। সেলফির জন্য ডিভাইসটিতে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৫০০০ এমএএইচ ব্যাটারি।