Smartphone: দশ হাজার টাকার কমে 6000mAh পর্যন্ত ব্যাটারির সেরা চারটি ফোন দেখে নিন

গ্রাহকদের চাহিদার ভিত্তিতে বর্তমানে কম দামি স্মার্টফোনে ছেয়ে গেছে ভারতীয় বাজার। এক্ষেত্রে বাজেট রেঞ্জের মোবাইল আনার...
SUMAN 1 Feb 2023 11:17 PM IST

গ্রাহকদের চাহিদার ভিত্তিতে বর্তমানে কম দামি স্মার্টফোনে ছেয়ে গেছে ভারতীয় বাজার। এক্ষেত্রে বাজেট রেঞ্জের মোবাইল আনার ক্ষেত্রে Poco, Realme, Redmi, Samsung -এর মতো ব্র্যান্ডগুলি উল্লেখযোগ্য। উল্লেখিত প্রত্যেকটি সংস্থার পোর্টফোলিওতে এমন অনেক হ্যান্ডসেট বিদ্যমান আছে, যেগুলির দাম ১০,০০০ টাকার নিচে থাকছে। তবে দামে কম হলেও ফিচারের দিক থেকে ফোনগুলিতে কোনো কমতি অনুভব হবে না। তাই একটি নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনার বাজেট যদি অতিশয় কম হয়ে থাকে, তবে আজ আমরা এমন ৪টি ফিচার-সমৃদ্ধ মডেলের খোঁজ দেব যেগুলিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ডিসকাউন্ট সহ ৫,৭৪৯ টাকা প্রারম্ভিক মূল্যে পাওয়া যাবে। আবার উপলব্ধ ব্যাঙ্ক কার্ড অফার এবং এক্সচেঞ্জ বোনাসের ফায়দা তুললে মাত্র কয়েকশো টাকার বিনিময়ে বাড়ি নিয়ে আসা যাবে পছন্দের হ্যান্ডসেট।

১০,০০০ টাকার কমে উপলব্ধ ৪টি সেরা বাজেট স্মার্টফোনের তালিকা

Poco C50: পোকো সি৫০ ফোনের ২ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ বিকল্পকে ৬,৪৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। অফারের কথা বললে, Kotak ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজ্যাকশন করলে ১০% বা ৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ফোনটির সাথে ৫,৯৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার উপলব্ধ।

ফিচার - রিয়েলমি সি৩০ ফোনে আছে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস IPS ডিসপ্লে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ১২এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা-কোর ইউনিসক টি৬১২ (Unisoc T612) প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য সি-সিরিজের এই মডেলে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা বর্তমান। আর ডিসপ্লের উপরিভাগে থাকা ওয়াটার ড্রপ নচের মধ্যে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে রিয়েলমি সি৩০ ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে ১০ওয়াট চার্জিং স্পিড সমর্থন করে।

Samsung Galaxy F04: স্যামসাং গ্যালাক্সি এফ০৪ স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনকে ফ্লিপকার্টে ৮,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। অফার হিসাবে, Kotak ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করলে ৭৫০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়া পুরোনো মোবাইল এক্সচেঞ্জ করার ক্ষেত্রে ৭,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে।

ফিচার - স্যামসাং গ্যালাক্সি এফ০৪ স্মার্টফোনে সরু বেজেল পরিবেষ্টিত ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার-ড্রপ নচ স্টাইলের এবং এটি ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর থাকছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। উক্ত ডিভাইসটিতে অতিরিক্ত ৪ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম বা সংস্থার ভাষায় ‘র‌্যাম প্লাস’ ফিচার সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, এই এফ-সিরিজ হ্যান্ডসেটে LED ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত। আর পাওয়ার ব্যাকআপের জন্য স্যামসাং আনীত এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Redmi 10: রেডমি ১০ স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনকে ৯,৯৯৯ টাকায় কেনা যাবে। তবে Kotak ব্যাঙ্কের ক্রেডিট বা ক্রেডিট কার্ড থাকলে ক্রেতারা ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়া ফোনটির সাথে ৯,৪৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে।

ফিচার - রেডমি ১০ স্মাটফোনে, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন সহ ৬.৭-ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের ডিজাইন ড্রপ নচ স্টাইল এবং এটি ২০.৬:৯ এসপেক্ট রেশিও ও ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, উক্ত ডিভাইস এড্রেনো ৬১০ জিপিইউ এবং অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে। তদুপরি, ফটোগ্রাফির জন্য রেডমি ১০ ফোনে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর৷ আবার ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার বিদ্যিমান রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি ১০ স্মার্টফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটির জন্য রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

Realme C30: রিয়েলমি সি৩০ স্মার্টফোনের ২ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ফ্লিপকার্টে ৫,৭৪৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। তবে পুরোনো মোবাইল পরিবর্তন করার ক্ষেত্রে এর সাথে ৫,২০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে।

ফিচার - অন্যন্য ভার্টিক্যাল স্ট্রাইপ ডিজাইনের সাথে আসা রিয়েলমি সি৩০ স্মার্টফোনে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস IPS ডিসপ্লে আছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৮৮.৭% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এটি ১২এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা-কোর ইউনিসক টি৬১২ (Unisoc T612) প্রসেসর সহ এসেছে। ছবি তোলার জন্য সি-লাইনআপের এই হ্যান্ডসেটে, ৮ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে, যা মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে ১০ওয়াট চার্জিং স্পিড সমর্থন করে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি একক চার্জে পুরো একদিন পর্যন্ত ডিভাইসকে সক্রিয় রাখবে।

Show Full Article
Next Story