নামমাত্র খরচেই হবে সেরা ফটোগ্রাফি, কিনুন Samsung, Realme-র এই সেরা ক্যামেরা ফোনগুলি

গত কয়েক বছরে স্মার্টফোনে যেমন একের পর এক আধুনিক ফিচার যুক্ত হয়েছে, তেমনই হাতের মুঠোয় সবসময় থাকা এই ডিভাইসের ক্যামেরাও হয়েছে বেশ উন্নত। বর্তমানে ভারতের…

গত কয়েক বছরে স্মার্টফোনে যেমন একের পর এক আধুনিক ফিচার যুক্ত হয়েছে, তেমনই হাতের মুঠোয় সবসময় থাকা এই ডিভাইসের ক্যামেরাও হয়েছে বেশ উন্নত। বর্তমানে ভারতের বাজারে শক্তিশালী ক্যামেরা স্পেসিফিকেশনযুক্ত একাধিক স্মার্টফোন রয়েছে, এমনকি প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্র্যান্ডগুলি বাজেট রেঞ্জেও (পড়ুন কম দামেও) সেরা ক্যামেরা ফোন অফার করছে। তাই আপনি যদি এখন কম বাজেটে একটি ভালো ক্যামেরা বিশিষ্ট ফোন কিনতে চান, তাহলে তা অসম্ভব কোনো ব্যাপার নয়; বরঞ্চ কোন মডেল ছেড়ে কোনটি কিনবেন, সেই সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি বিভ্রান্ত হতে পারেন। আর সেই কারণেই আজ আমরা সাশ্রয়ী মূল্যে উপলব্ধ কিছু ফোনের কথা বলব, যেগুলিতে আপনি সেরা ক্যামেরাসহ আরও অনেক দুর্দান্ত ফিচার পাবেন।

ঝকঝকে ক্যামেরার সাথে কাজের ফিচার, কম দামে কিনুন এই ৪টি ফোন

১. Moto e32: মোটোরোলার এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এছাড়াও এটি ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর অফার করবে।

এই ফোনটির দাম ১১,৯৯৯ টাকা হলেও এখন ফ্লিপকার্ট থেকে এটি ৮,৪৯৯ টাকায় কেনা যাবে।

২. Realme C55: এই ফোনে ৬৪ মেগাপিক্সেল এআই (AI) রিয়ার ক্যামেরা রয়েছে। সাথে আছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭২ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি।

ফোনটির দাম পড়বে ১০,৯৯৯ টাকা।

৩. Samsung Galaxy A04s: এতেও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। অন্যদিকে এটিতে দেখা যাবে ৬.৫ ইঞ্চি ইনফিনিটি-ভি (Infinity-V) এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর এক্সিনস প্রসেসর, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির মত ফিচার।

এই ফোনটি এখন ১৩,৪৯৯ টাকায় মিলবে।

৪. Realme 10: এই রিয়েলমি ফোনে আপনি ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল রিয়ার ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবেন। আবার এতে অন্যান্য ফিচার হিসেবে থাকবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

এর প্রারম্ভিক মূল্য ১৩,৯৯৯ টাকা।