2024 সালের সেরা ক্যামেরা স্মার্টফোন, দাম বাজেটের মধ্যে

বর্তমানে, এমন অনেক মানুষই আছেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি এবং ভিডিও পোস্ট করতে ভালোবাসেন। তবে তার...
techgup 28 March 2024 10:05 AM IST

বর্তমানে, এমন অনেক মানুষই আছেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছবি এবং ভিডিও পোস্ট করতে ভালোবাসেন। তবে তার মধ্যে অনেকেরই উন্নত ক্যামেরা সম্পন্ন স্মার্টফোন অথবা ভালো ক্যামেরা কেনার সাধ্য থাকে না। তাই তারা মিড রেঞ্জের স্মার্টফোনকেই এই কাজের জন্য বেছে নেন। কেননা বর্তমান সময়ে 25,000 টাকা রেঞ্জের এমন অনেক ডিভাইস আছে যেগুলি দুর্দান্ত ছবি ও ভিডিও ক্যাপচার করতে সক্ষম। আজ এই প্রতিবেদনে আমরা এমনই কয়েকটি স্মার্টফোনের কথা জানাবো, যেগুলি 25,000 টাকার কম দামে উন্নত ক্যামেরা ফিচার অফার করে।

২৫০০০ এর মধ্যে সেরা ক্যামেরা স্মার্টফোন (Best Camera Smartphone Under 25000)

1) Nothing Phone (2a) 5G

এই বছর Nothing তাদের গ্রাহকদের জন্য Nothing Phone (2a) 5G ডিভাইসটি লঞ্চ করেছে, যেটি তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ। এর 8 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের মূল্য 23,999 টাকা, 8 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে 25,999 টাকায় এবং 12 জিবি + 256 জিবি ভ্যারিয়েন্টটি কিনতে পারবেন 27,999 টাকায়।

আর এই ডিভাইসে উন্নত ফটোগ্রাফির জন্য 50 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

2) Realme Narzo 70 Pro 5G

রিয়েলমির এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ, যথা - 8 জিবি + 128 জিবি এবং 8 জিবি + 256 জিবি। আর এই দুটি ভ্যারিয়েন্ট আপনি কিনতে পারবেন, যথাক্রমে 19,999 টাকায় এবং 21,999 টাকায়।

Realme Narzo 70 Pro 5G ফোনটি Sony IMX890 OIS সহ আসে। আর এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত। এছাড়াও, সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের প্যানেলে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

3) Realme 12+ 5G

এখন রিয়েলমি হ্যান্ডসেটটির 8 + 128 জিবি ভ্যারিয়েন্ট 19,999 টাকায় এবং 8 + 256 জিবি ভ্যারিয়েন্টটি 21,999 টাকায় কিনতে পারবেন।

এই ডিভাইসে 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার রয়েছে৷ আর সেলফির জন্য সামনের প্যানেলে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

4) Honor X9b

8 জিবি ব়্যাম ও 256 জিবি স্টোরেজ সহ আসা Honor X9b এর দাম 25,999 টাকা। যাতে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর এই ক্যামেরা গুলি হল 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো স্ন্যাপার। সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ।

Show Full Article
Next Story