20000 টাকা বাজেটে আছে সেরা ক্যামেরা ও কাজের ফিচার, নভেম্বরে কিনতে পারেন এই 5টি ফোন
Best Camera Smartphones Under 20000: এখনকার সময়ে কম দামে ভালো ক্যামেরাওয়ালা স্মার্টফোন কেনা একটু দুরূহ ব্যাপার হয়ে...Best Camera Smartphones Under 20000: এখনকার সময়ে কম দামে ভালো ক্যামেরাওয়ালা স্মার্টফোন কেনা একটু দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ এই কয়েক বছরে বাজারে স্মার্টফোনের নির্দিষ্ট শ্রেণী বিভাগ হয়েছে, আর দাম অনুযায়ী বিভিন্ন রেঞ্জে ফিচার দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনার যদি এই মুহূর্তে হাজার হাজার টাকা খরচ করে প্রিমিয়াম স্মার্টফোন কেনার পরিস্থিতি না থাকে, আর আপনি যদি ২০,০০০ টাকা বাজেটে একটি ভালো ফোন কিনে ফটোগ্রাফি করতে চান, তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য – এখানে আপনি Amazon India-য় কম দামে সেরা পাঁচটি ফোনের হদিশ পেয়ে যাবেন।
২০,০০০ টাকার বাজেটে এগুলি সেরা ক্যামেরা ফোন
১. iQOO Z7s 5G: ২৪,৯৯৯ টাকা দামের এই ফোনের ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ১৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে।
এই ফোনে আছে ৬৪ মেগাপিক্সেল ওআইএস (OIS) আল্ট্রা-স্টেবল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একাধিক ক্যামেরা মোড (মাইক্রো মুভি মোড, আল্ট্রা-স্টেবিলাইজেশন ভিডিও রেকর্ডিং ইত্যাদি) আছে। সাথে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৩৮ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।
২. Poco X5 Pro 5G: এই স্মার্টফোনের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন ২৫,৯৯৯ টাকার পরিবর্তে ১৯,৪৯৯ টাকায় পাওয়া যাবে।
স্মার্টফোনটিতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার সাথে রয়েছে ১২০ হার্টজ ৬.৬৭ ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র্যাম, ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি।
৩. Oppo A79: এর ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ২২,৯৯৯ টাকা হলেও বর্তমান দাম ১৯,৯৯৯ টাকা।
এটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ ৯০ হার্টজ ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর, ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্ট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে।
৪. Lava Agni 2: এর ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ২৫,৯৯৯ টাকা হলেও, অ্যামাজনে এখন এটি ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
এই দেশীয় ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৪,৭০০ এমএএইচ ব্যাটারির মতো ফিচার।
৫. Samsung Galaxy A23 5G: এই ফোনের ২৮,৯৯০ টাকা মূল্যের ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি এখন ২০,৯৯৯ টাকায় মিলছে।
ফোনটিতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার সেটআপ, ১২০ হার্টজ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি।