Samsung Galaxy S21 FE 5G এর 70 হাজার টাকার 5G ফোন অর্ধেকেরও কম দামে, সীমিত সময়ের অফার

এখন ফ্লিপকার্টে ফেস্টিভ সেল চলছে, যা আগামী কয়েক দিন পর্যন্ত উপলব্ধ থাকবে। আর এই সেলে সবচেয়ে বড় অফার সহ পাওয়া যাচ্ছে...
techgup 7 Nov 2023 3:02 PM IST

এখন ফ্লিপকার্টে ফেস্টিভ সেল চলছে, যা আগামী কয়েক দিন পর্যন্ত উপলব্ধ থাকবে। আর এই সেলে সবচেয়ে বড় অফার সহ পাওয়া যাচ্ছে স্যামসাংয়ের ফ্যান এডিশন মডেল Samsung Galaxy S21 FE 5G এর উপর। এই ফোনটি ৫০ শতাংশের বেশি ফ্ল্যাট ডিসকাউন্ট সহ তালিকাভুক্ত আছে এবং নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্টে আরও ছাড় পাওয়া যাবে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে।

Samsung Galaxy S21 FE 5G

কিভাবে সস্তায় কেনা যাবে Samsung Galaxy S21 FE 5G

Samsung Galaxy S21 FE 5G ভারতের বাজারে ৬৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, তবে ৫২% ফ্ল্যাট ডিসকাউন্টের পরে এটি এখন ৩২,৯৯৯ টাকায় বিক্রয়ের জন্য উপলব্ধ। এসবিআই, আরবিএল ব্যাঙ্ক বা কোটাক ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করলে আরও ১০ শতাংশ ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে।

Samsung Galaxy S21 FE 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

স্যামসাংয়ের ফ্যান এডিশন মডেলটিতে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি + ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে উপস্থিত, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন প্রসেসর সহ ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই কাস্টম স্কিনে চলে।

ক্যামেরার কথা বললে, Samsung Galaxy S21 FE 5G এর রিয়ার প্যানেলে আছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সাপোর্টসহ ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story