50MP ক্যামেরা ও 80W ফাস্ট চার্জিংয়ের এই 5G ফোনে 2000 টাকা ডিসকাউন্ট
iQOO Z9s Pro 5G ফোনে আছে 2392×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.77 ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল 4500 নিট। আইকিউওও জেড৯এস প্রো ৫জি ডিভাইস 12 জিবি পর্যন্ত এলপিডিডিআর4এক্স র্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে।
আপনি যদি 25,000 টাকার মধ্যে নতুন কোনো ফোন কিনতে চান তাহলে iQOO Z9s Pro 5G আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে। এই স্মার্টফোনে 80W ফাস্ট চার্জিং, 50-মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও আরও অনেক আকর্ষণীয় ফিচার রয়েছে। বিশেষ বিষয় হল অ্যামাজনের ব্ল্যাক ফ্রাইডে সেলে বাম্পার অফার সহ এই আইকো ফোনটি বিক্রি হচ্ছে। এর 8 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 24,998 টাকা। তবে সেলে এর সাথে 2,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।
আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে আপনি iQOO Z9s Pro 5G এর দাম 23,600 টাকা পর্যন্ত কমাতে পারেন। মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর। এই ব্ল্যাক ফ্রাইডে সেল চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।
স্পেসিফিকেশন ও ফিচার
এই ফোনে আছে 2392×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.77 ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল 4500 নিট। এই ডিভাইস 12 জিবি পর্যন্ত এলপিডিডিআর4এক্স র্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 7 জেন 3 ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশসহ 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে।
সেকেন্ডারি ক্যামেরা হিসেবে মিলবে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফির জন্য ফোনের সামনে 16 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5500mAh ব্যাটারি। এই ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচ ওএস 14 কাস্টম স্কিনে চলে।
iQOO Z9s Pro 5G ফোনে আছে 2392×1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.77 ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল 4500 নিট। আইকিউওও জেড৯এস প্রো ৫জি ডিভাইস 12 জিবি পর্যন্ত এলপিডিডিআর4এক্স র্যাম এবং 256 জিবি পর্যন্ত ইউএফএস 2.2 স্টোরেজ সহ পাওয়া যাবে।