100W চার্জিংয়ের সস্তা OnePlus ফোন আরও কম দামে, 2 ডিসেম্বর পর্যন্ত এখানে চলছে সেল
OnePlus Nord 4 5G ফোনে 6.74 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস লেভেল 2150 নিটস। ওয়ানপ্লাস নর্ড 4 5G ফোনটি 12GB পর্যন্ত LPDDR5x RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে।
আপনি যদি ওয়ানপ্লাস ফোন কিনতে চান তাহলে এটাই দারুন সুযোগ। আসলে গতকাল থেকে শুরু হয়েছে অ্যামাজনের ব্ল্যাক ফ্রাইডে সেল। ২ ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে আপনি OnePlus Nord 4 5G অনেক কম দামে কিনতে পারবেন। এই ফোনের 8 জিবি র্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম সেলে রাখা হয়েছে 29,999 টাকা। এর উপর 9 শতাংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
এছাড়া আপনি এর সাথে 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। আবার পুরানো ফোন বদলে এক্সচেঞ্জ অফারে 27,600 টাকা পর্যন্ত ছাড় মিলবে। মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।
OnePlus Nord 4 5G এর ফিচার ও স্পেসিফিকেশন
ওয়ানপ্লাসের এই ফোনে 6.74 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস লেভেল 2150 নিটস। ফোনটি 12GB পর্যন্ত LPDDR5x RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে। প্রসেসর হিসেবে কোম্পানি এই ডিভাইসে স্ন্যাপড্রাগন 7+ জেন 3 অফার করছে। ফটোগ্রাফির জন্য ব্যাক প্যানেলে রয়েছে এলইডি ফ্ল্যাশসহ ডুয়েল ক্যামেরা সেটআপ।
এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফির জন্য এর সামনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ডিভাইসে একাধিক এআই ফিচারও রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি। ফোনে দেওয়া এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ওয়ানপ্লাস এর এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেনওএস 14.1 কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
OnePlus Nord 4 5G ফোনে 6.74 ইঞ্চি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস লেভেল 2150 নিটস। ওয়ানপ্লাস নর্ড 4 5G ফোনটি 12GB পর্যন্ত LPDDR5x RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে।