বছর শেষে প্রায় 8 হাজার টাকা সস্তা হল Realme GT 6, ট্রিপল ক্যামেরা সহ রয়েছে 120W চার্জিং

Realme GT 6 এর 8 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট 3,000 টাকা ছাড়ের পর ফ্লিপকার্টে 37,999 টাকায় কেনা যাচ্ছে।

Ankita Mondal 10 Dec 2024 8:37 AM IST

আপনি যদি ভরপুর পারফরম্যান্স এবং দুর্দান্ত ক্যামেরা সহ নতুন ফোন খুঁজে থাকেন, তাহলে Realme GT 6 আপনার জন্য অন্যতম সেরা বিকল্প হতে পারে। কারণ এতে আছে স্ন্যাপড্রাগন ফ্ল্যাগশিপ প্রসেসর ও ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আর স্মার্টফোনটি এখন ফ্লিপকার্টের এন্ড অফ সিজন সেলে সেরা ডিল সহ পাওয়া যাচ্ছে। এর 8 জিবি র‌্যাম এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট 3,000 টাকা ছাড়ের পর ফ্লিপকার্টে 37,999 টাকায় কেনা যাচ্ছে।

তবে আপনি চাইলে আরও 4750 টাকা ডিসকাউন্ট পেতে পারেন। এই ক্যাশব্যাক পাওয়ার জন্য আপনাকে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে। এছাড়া অন্যান্য নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীরা পাবে 3,000 টাকা ডিসকাউন্ট। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারের সুবিধা নিয়ে Realme GT 6 কিনতে চাইলে 36,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

রিয়েলমি জিটি 6 এর ফিচার ও স্পেসিফিকেশন

এই রিয়েলমি ফোনে 2780×1264 পিক্সেল রেজোলিউশন সহ 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর এই ডিসপ্লের সর্বোচ্চ ব্রাইটনেস লেভেল 6000 নিটস। ডিসপ্লে সুরক্ষার জন্য, ডিভাইসে গরিলা গ্লাস ভিক্টাস 2 রয়েছে। স্মার্টফোনটি 12 জিবি পর্যন্ত এলপিডিডিআর5এক্স র‌্যাম এবং 512 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে উপলব্ধ।

পারফরম্যান্সের জন্য এই প্রিমিয়াম ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন 8s জেন 3 প্রসেসর। ক্যমেরার কথা বললে, এতে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। রিয়েলমি জিটি 6 ফোনে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে 5500mAh ব্যাটারি। এই ব্যাটারি 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5 কাস্টম অপারেটিং সিস্টেমে চলে।

Show Full Article
Next Story