মাত্র 6499 টাকায় Samsung স্মার্টফোন, 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ রয়েছে 5000mAh ব্যাটারি
Samsung Galaxy F05 এর 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 6,499 টাকায় তালিকাভুক্ত। আর যদি ক্রেতারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তবে 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন।
আপনি যদি কাউকে তাদের প্রথম স্মার্টফোন উপহার দিতে চান বা নিজের জন্য একটি সেকেন্ডারি স্মার্টফোন কিনতে চান তবে আপনি এন্ট্রি-লেভেল সেগমেন্টের একটি ফোন অর্ডার করতে পারেন। অনেকে মনে করেন যে এন্ট্রি লেভেলে ভালো স্মার্টফোন পাওয়া যায় না। তবে এই ভাবনা ভুল। কম দামে এখন অনেক ভালো ফোন পাওয়া যায়। এরমধ্যে একটি ডিভাইস হল Samsung Galaxy F05, যারমধ্যে দাম শুরু হয়েছে মাত্র 6499 টাকা থেকে।
অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ফোনটি ডিসকাউন্টে তালিকাভুক্ত হয়েছে। এই স্মার্টফোনে স্টাইলিশ লেদার প্যাটার্ন এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল ক্যামেরা সিস্টেম বর্তমান। সাথে রয়েছে 5000mAh ব্যাটারি। আসুন ডিভাইসটির সাথে কি কি অফার পাওয়া যাবে দেখে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি F05 এর সাথে অফার
Samsung Galaxy F05 এর 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 6,499 টাকায় তালিকাভুক্ত। আর যদি ক্রেতারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তবে 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন। এছাড়াও পুরনো ফোন এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ 4800 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে, যা নির্ভর করবে পুরানো ফোনের মডেল এবং এর কন্ডিশনের উপর।
স্যামসাং গ্যালাক্সি F05 এর স্পেসিফিকেশন ও ফিচার
এন্ট্রি লেভেল ডিভাইসে রয়েছে 6.7 ইঞ্চি বড় এলসিডি ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে আছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। ব্যাক প্যানেলে লেদার প্যাটার্ন ফিনিস দেখা যাবে। এটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ান ইউআই কাস্টম স্কিনে চলবে। গ্যালাক্সি F05 দুটি অ্যান্ড্রয়েড আপডেট পাবে। ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।
ক্যামেরার কথা বললে, স্যামসাংয়ের এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে 25W চার্জিং সাপোর্ট করবে।
Samsung Galaxy F05 এর 4 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 6,499 টাকায় তালিকাভুক্ত। আর যদি ক্রেতারা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন, তবে 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন।