৫ হাজার টাকা কমে ৪ জিবি র্যামের ফোন, আজই শেষ Flipkart Big Saving Days সেল, তাড়াতাড়ি করুন
আপনি যদি ৫ হাজার টাকার রেঞ্জে নতুন ফোন খোঁজ করে থাকেন তাহলে সুখবর। এই প্রতিবেদনে আমরা এমন একটি মোবাইল ফোনের নাম জানাতে...আপনি যদি ৫ হাজার টাকার রেঞ্জে নতুন ফোন খোঁজ করে থাকেন তাহলে সুখবর। এই প্রতিবেদনে আমরা এমন একটি মোবাইল ফোনের নাম জানাতে চলেছি, যার দাম প্রায় ৫ হাজার টাকা। আর এতে আছে ৪ জিবি র্যাম, ৬.৬ ইঞ্চি ডিসপ্লে ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। নিশ্চয়ই ফোনটির নাম জানতে ইচ্ছা করছে? তাহলে বলি, আমরা এতক্ষণ যে ফোনের কথা বলছি তার নাম Infinix Smart 6 HD। আর অফারের সাথে হ্যান্ডসেটটি Flipkart থেকে কেনা যাবে।
সবচেয়ে সস্তায় Flipkart সেল থেকে কিনুন Infinix Smart 6 HD
ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি ফোনের ৪ জিবি র্যাম (২ জিবি ভার্চুয়াল) ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে এটি ৫,৫৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া সুপার কয়েন ব্যবহার করলে এটি ৫,৩৯৯ টাকায় কেনা যাবে। শুধু তাই নয়, কোটাক ব্যাংকের কার্ডধারীদের দেওয়া হবে ৫৬০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ফলে আপনি ৫ হাজার টাকার কমে ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি কিনে নিতে পারবেন।
তবে মনে রাখবেন Flipkart Big Saving Days সেলের আজই শেষ দিন। তাই এত কমে একটি স্মার্টফোন নিজের করতে হলে আপনার হাতে আর বেশি সময় নেই। রাত ১১টা ৫৯ মিনিটে সেলটি শেষ হবে।
Infinix Smart 6 HD এর বিশেষত্ব
স্পেসিফিকেশনের কথা বললে Infinix Smart 6 HD ফোনে আছে ৬.৬-ইঞ্চির এইচডি প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যা ৫০০ নিটস ব্রাইটনেস, ২০.৫:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। ফোনটি ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ এসেছে। সাথে পাওয়া যাবে ২ জিবি ভার্চুয়াল র্যাম। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Infinix Smart 6 HD ফোনে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।