15000 টাকার কমে ভালো Oppo ফোনগুলি দেখে নিন, ক্যামেরা নিয়ে অভিযোগ থাকবে না
স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের বিভিন্ন চাহিদা থাকে। যেমন কেউ উন্নত ক্যামেরা প্রযুক্তি অফারকারী হ্যান্ডসেট চায়, তো...স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের বিভিন্ন চাহিদা থাকে। যেমন কেউ উন্নত ক্যামেরা প্রযুক্তি অফারকারী হ্যান্ডসেট চায়, তো কেউ আবার প্রসেসর, ব্যাটারি ইত্যাদির উপর অধিক জোর দিয়ে থাকে। কিন্তু আরেক প্রকারের স্মার্টফোন ক্রেতাও আছেন, যারা 'ব্র্যান্ড লয়ালিটি' তত্ত্বে বিশ্বাসী। অর্থাৎ নির্দিষ্ট একটি ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পছন্দ করেন। এক্ষেত্রে আপনারা যারা Oppo সংস্থার হ্যান্ডসেট ক্রয় করতে আগ্রহী তাদের জন্য আজ আমরা ৫টি সেরা বাজেট-রেঞ্জ স্মার্টফোনের খোঁজ দেব। এই তালিকায় সামিল রয়েছে - Oppo A38, Oppo A58, Oppo A77, Oppo A17 এবং এর উত্তরসূরি Oppo A18। প্রত্যেকটি মডেল ১৫,০০০ টাকার কমে দুর্দান্ত ফিচার অফার করে।
১৫,০০০ টাকার নিচে উপলব্ধ ৫টি সেরা Oppo স্মার্টফোনের তালিকা
Oppo A17 :
ওপ্পো এ১৭ স্মার্টফোনে ৬০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস (১৬১২x৭২০ পিক্সেল) ডিসপ্লে আছে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। ওপ্পো এ-সিরিজ অন্তর্গত এই ফোনে - ৫০ মেগাপিক্সেল এআই প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। আর সিকিউরিটি ফিচার হিসাব ডিভাইসে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পাওয়া যাবে।
Oppo A38 :
ডুয়াল সিমের ওপ্পো এ৩৮ স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৬-ইঞ্চি এইচডি প্লাস LCD ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। ওপ্পো এ৩৮ ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল পোর্ট্রেট শুটার। হ্যান্ডসেটটির সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকছে, যা ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ।
Oppo A58 :
ওপ্পো এ৫৮ ৪জি স্মার্টফোনে রয়েছে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪০০ x ১,০৮০ পিক্সেলে) ডিসপ্লে প্যানেল, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৬৮০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টা-কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিন সহ এসেছে। ক্যামেরা বিভাগের কথা বললে, ওপ্পো ব্র্যান্ডিংয়ের এই স্মার্টফোনের পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থিত। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স। জানিয়ে রাখি, মুখ্য সেন্সরটি ৩০ ফ্রেম-পার-সেকেন্ড (fps) রেটে ১,০৮০ পিক্সেল রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ওপ্পো এ৫৮ ৪জি ফোনে ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস-আনলক ফিচার অন্তর্ভুক্ত।
Oppo A77 :
ওপ্পো এ৭৭ স্মার্টফোনে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) IPS LCD ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে রয়েছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে ২.৩ গিগাহার্টজ ক্লক রেটের মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর দেওয়া হয়েছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিন পাওয়া যাবে। এই ফোন অতিরিক্তভাবে আরো ৪ জিবি এক্সটেন্ডেড র্যাম ফিচার সাপোর্ট করে। তদুপরি ছবি তোলার জন্য, এ-সিরিজের এই হ্যান্ডসেটে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো/ডেপ্থ সেন্সর। এদিকে ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা লক্ষণীয়। বাজেট-রেঞ্জের এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।
Oppo A18 :
ওপ্পো এ১৮ ফোনে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস LCD ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭২০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে রান করে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য ওপ্পো এ১৮ মডেলে - ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এদিক ডিভাইসের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত৷ ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই বিকল্প সমর্থিত এই স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আর নিরাপত্তার জন্য মিলবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।