ফের সস্তা হল iQOO এর 5G ফোন, সীমিত সময়ের জন্য বড় ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এখানে

সম্প্রতি Flipkart-এ শুরু হয়েছে সেল। যেখানে বিভিন্ন স্মার্টফোন পাওয়া যাচ্ছে দারুন সস্তায়। এমন সময় পিছিয়ে নেই অন্যতম জনপ্রিয় শপিং সাইট Amazon-ও। এই ই-কমার্স সাইটেও বিভিন্ন…

সম্প্রতি Flipkart-এ শুরু হয়েছে সেল। যেখানে বিভিন্ন স্মার্টফোন পাওয়া যাচ্ছে দারুন সস্তায়। এমন সময় পিছিয়ে নেই অন্যতম জনপ্রিয় শপিং সাইট Amazon-ও। এই ই-কমার্স সাইটেও বিভিন্ন ডিভাইস পাওয়া যাচ্ছে নানান ডিসকাউন্টে। তাই এই সময় আপনি যদি ২৫,০০০ টাকা বাজেটের কোনো স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে Amazon-এর ‘ডিল অফ দ্য ডে’ অফার থেকে iQOO Z7 Pro ডিভাইসটি বেছে‌ নিতে পারেন।

এই ফোনের ৮ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট এখন অ্যামাজনের ওয়েবসাইটে ২৪,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। তবে ব্যাঙ্ক অফারের সাহায্যে এটি পাওয়া যেতে পারে ২,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড়ে। এছাড়াও রয়েছে দুর্দান্ত ইএমআই স্কিম এবং এক্সচেঞ্জ অফার। আর এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ২১,১৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে, এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে ব্যবহারকারীর পুরনো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং সংস্থার এক্সচেঞ্জ নীতির উপর।

iQOO Z7 Pro ডিভাইসটি ২৪০০× ১০৮০ পিক্সেল রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে অফার করে। এই ৩ডি কার্ভড সুপার ভিশন অ্যামোলেড ডিসপ্লেটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনও সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ চিপসেট। আর ফটোগ্রাফির জন্য আছে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে আছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা।

এছাড়াও, সেলফির জন্য iQOO Z7 Pro ফোনে দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এদিকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আসা এই হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য আছে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আবার, অপারেটিং সিস্টেমের কথা বললে এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ বেসড ওএস ১৩ কাস্টম স্কিনে রান করে। এছাড়া, কানেক্টিভিটি অপশন হিসেবে এতে ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ সি, জিপিএস এবং ডুয়েল ন্যানো সিমের মত অপশন উপস্থিত।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন