বাজেট থেকে প্রিমিয়াম, আপনার বাজেটের হিসেবে সেরা Redmi ফোন দেখে নিন, রয়েছে Redmi Note সিরিজ

বহু ক্রেতা Redmi ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে বিশেষ আগ্রহ দেখান। আসলে সংস্থাটির পোর্টফোলিওতে বাজেট থেকে শুরু করে...
techgup 2 Dec 2023 2:31 PM IST

বহু ক্রেতা Redmi ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে বিশেষ আগ্রহ দেখান। আসলে সংস্থাটির পোর্টফোলিওতে বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম সব রেঞ্জের হ্যান্ডসেটের বিপুল সম্ভার রয়েছে। সর্বোপরি, Redmi -এর সাশ্রয়ী মূল্যের ফোনগুলিতেও এতো অ্যাডভান্স ফিচার থাকে যে অন্যান্য ব্র্যান্ডের হ্যান্ডসেট এই বিষয়ে হার মানতে বাধ্য। এক্ষেত্রে আপনারা যারা একটি নতুন ঝাঁচকচকে Redmi স্মার্টফোন কিনতে ইচ্ছুক, তাদের জন্যই আমাদের এই আজকের প্রতিবেদন। কেননা আজ আমরা বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম রেঞ্জের অধীনে আসা সেরা ১০টি Redmi স্মার্টফোনের প্রসঙ্গে আলোচনা করবো। এই তালিকায় - Redmi 10 Power, Redmi 12 5G, Redmi 12C, Redmi Note 11T 5G, Redmi Note 11, Redmi A2, Redmi Note 12 Pro 5G, Redmi 11 Prime, Redmi Note 12 Pro+ 5G, এবং Redmi Note 7 Pro সামিল রয়েছে।

১০টি সেরা Redmi ব্র্যান্ডেড স্মার্টফোনের তালিকা

Redmi 10 Power :

ডুয়েল-সিমের রেডমি ১০ পাওয়ার স্মার্টফোনে ৬.৭-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি অ্যাড্রেনো ৬১০ জিপিইউ এবং অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনের সাথে এসেছে। ছবি তোলার জন্য উক্ত ফোনের পেছনে - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স সহ ডুয়েল ক্যামেরা সেটআপ এবং সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। এছাড়া এই বাজেট রেঞ্জের হ্যান্ডসেটে - ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম ফিচার পাওয়া যাবে।

Redmi 12 5G :

রেডমি ১২ ৫জি স্মার্টফোনে ৬.৭৯-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২,৪৬০ x ১,০৮০ পিক্সেল) ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়া অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিন চালিত এই হ্যান্ডসেটে - ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।

Redmi 12C :

রেডমি ১২সি স্মার্টফোনে ৬.৭১-ইঞ্চির এইচডি প্লাস (১,৬৫০ x ৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ-নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অবস্থিত। আবার পেছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যুক্ত ডুয়েল ক্যামেরা ইউনিটি বর্তমান। এছাড়া এই ফোনে - জি৫২ এমসি২ জিপিইউ, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন, এবং ১০ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি উপলব্ধ।

Redmi Note 11T 5G :

ডুয়েল সিমের এই রেডমি ফোনে ৯০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেটের ৬.৬-ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে রয়েছে। এটি মালি জি৫৭ এমসি২ জিপিইউ এবং অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসরের সাথে এসেছে। অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম স্কিন চালিত এই হ্যান্ডসেট ৩ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম ফিচার সাপোর্ট করে। এছাড়া এতে - ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

Redmi Note 11 :

রেডমি নোট ১১ ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০পিক্সেল) AMOLED ডট (পাঞ্চ-হোল) ডিসপ্লে দেওয়া হয়েছে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, এতে - অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম ওএস, ৫০ মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৩৩ ওয়াট প্রো ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত থাকছে।

Redmi A2 :

রেডমি এ২ ফোনে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫২-ইঞ্চি এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে। অন্যান্য বিশেষত্বের কথা বললে এতে - মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর, ৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ১০ ওয়াট চার্জিং সমর্থিত ৫,০০০ এএমএইচ ক্যাপাসিটির ব্যাটারি উপলব্ধ। এছাড়া স্টক অ্যান্ড্রয়েড ১৩ ওএস চালিত এই ফোন অতিরিক্তভাবে আরো ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম ফিচার সাপোর্ট করে।

Redmi Note 12 Pro 5G :

রেডমি নোট ১২ প্রো ৫জি ফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে। এছাড়া এতে - মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর, ট্রিপল ক্যামেরা সেটআপ (৫০+৮+২ মেগাপিক্সেল), ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি রয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Redmi 11 Prime :

রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০৮ পিক্সেল) ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা অবস্থিত। আর ডিভাইসের পেছনে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এছাড়া এই ফোনে - আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ, ৭এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর এবং ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে।

Redmi Note 12 Pro+ 5G :

রেডমি নোট ১২ প্রো+ ৫জি স্মার্টফোনে ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ৫জি হ্যান্ডসেট মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিন সহ এসেছে। এছাড়া উক্ত মডেলে - ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (২০০+৮+২ মেগাপিক্সেল), ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৪,৯৮০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বর্তমান।

Redmi Note 7 Pro :

রেডমি নোট ৭ প্রো স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত ৬.৩-ইঞ্চির (১০৮০x২৩৪০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৫ প্রসেসর এবং অ্যাড্রেনো ৬১২ জিপিইউ সমন্বিত। এছাড়া এই হ্যান্ডসেটে - ৪৮ মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেল সেলফি শুটার, রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১৮ ওয়াট চার্জিং সমর্থিত ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি মিলবে।

Show Full Article
Next Story