সেলফি ও রিলস ভিডিওর জন্য সেরা ফোন, 20 হাজার টাকার কমে Samsung, Oppo, Infinix এর মডেল আছে তালিকায়

অ্যামাজন ইন্ডিয়ায় স্যামসাং গ্যালাক্সি F55 5G ফোনের দাম 19,390 টাকা। স্যামসাংয়ের এই ডিভাইসে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর পিছনে পাবেন এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা।

Ankita Mondal 16 Dec 2024 2:30 PM IST

আপনি যদি সেলফি বা রিল শ্যুট করার জন্য বাজেট সেগমেন্টে দুর্দান্ত ফ্রন্ট ক্যামেরার একটি ভালো ফোন খোঁজ করে থাকেন, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা আপনাকে 20,000 টাকার মধ্যে তিনটি সেরা সেলফি ক্যামেরা ফোন সম্পর্কে জানাবো। এই ফোনগুলিতে 50 মেগাপিক্সেল পর্যন্ত ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর সাথে 108 মেগাপিক্সেল পর্যন্ত রিয়ার ক্যামেরা সেটআপও উপস্থিত। তালিকয় থাকা স্মার্টফোনগুলি Samsung, Oppo ও Infinix ব্র্যান্ডের অধীনে বাজারে এসেছে‌।

স্যামসাং গ্যালাক্সি F55 5G (8 জিবি+128জিবি)

অ্যামাজন ইন্ডিয়ায় স্যামসাংয়ের এই ফোনের দাম 19,390 টাকা। স্যামসাংয়ের এই ডিভাইসে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর পিছনে পাবেন এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা। এগুলি হল 50-মেগাপিক্সেল প্রধান লেন্স সহ 8-মেগাপিক্সেল এবং 2-মেগাপিক্সেল ক্যামেরা। এতে 6.7 ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই অ্যামোলেড ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 7 Gen 2 চিপসেট পাওয়া যাবে। এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Oppo F25 Pro 5G (8GB+128GB)

Oppo-র এই ফোনটি 18,408 টাকা সহ অ্যামাজনে তালিকাভুক্ত আছে। এতে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এর ব্যাক প্যানেলে পাবেন এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল ক্যামেরা সেটআপ। যার মধ্যে 64-মেগাপিক্সেল প্রধান লেন্স সহ 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা উপস্থিত। এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটি ডাইমেনসিটি 7050 প্রসেসর দ্বারা চলবে।

Infinix Note 40 5G (8GB+256GB)

অ্যামাজন ইন্ডিয়ায় এই ফোনের দাম 16,500 টাকা। রিল ও সেলফি তোলার জন্য এই স্মার্টফোনে পাবেন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর পিছনে রয়েছে 108 মেগাপিক্সেল সুপার জুম ক্যামেরা। এছাড়া আছে 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরাও। ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট সহ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের সাইজ 6.78 ইঞ্চি। প্রসেসর হিসেবে এতে ডাইমেনসিটি 7020 ব্যবহার করা হয়েছে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান।

Show Full Article
Next Story