সস্তায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই 5G ফোনগুলো, দাম ২০ হাজার টাকার কম

ভারতে ইতিমধ্যেই ৫তম সেলুলার ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার রোলআউট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং প্রায় ৮টি বড় শহরের...
SUPARNA 21 Oct 2022 3:40 PM IST

ভারতে ইতিমধ্যেই ৫তম সেলুলার ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবার রোলআউট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং প্রায় ৮টি বড় শহরের নিবাসীরা এই নব্য নেটওয়ার্কিং প্রযুক্তির সুবিধাও পাচ্ছেন। আপনিও যদি নির্বাচিত শহরের একজন বাসিন্দা হন এবং নিজের বিদ্যমান 4G হ্যান্ডসেটকে আপগ্রেড করে নতুন 5G প্রযুক্তি সমর্থিত স্মার্টফোনের কিনতে চান, তবে এই এই প্রতিবেদন আপনার জন্যই। কেননা আজ আমরা ২০,০০০ টাকার নিচে উপলব্ধ ৫টি সেরা 5G স্মার্টফোনের তালিকা নিয়ে হাজির হয়ে গিয়েছি, যেগুলি উচ্চ-গতির ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা প্রদানে সক্ষম। এক্ষেত্রে এই তালিকায় - OnePlus, Realme, Oppo, Samsung এবং Poco ব্র্যান্ডের 'বেস্ট সেলিং' হ্যান্ডসেট সামিল আছে। আর আসন্ন দীপাবলিকে উপলক্ষ করে প্রতিবেদনে উল্লেখিত মডেলগুলিকে আপনি ডিসকাউন্টের সাথে পেয়ে যেতে পারেন।

২০,০০০ টাকার নিচে উপলব্ধ ৫টি সেরা 5G স্মার্টফোনের তালিকা

OnePlus Nord CE 2 Lite : ১৮,৯৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি স্মার্টফোনে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ-হোল LCD ডিসপ্লে দেওয়া হয়েছে৷ এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক অক্সিজেনএস ১২.১ কাস্টম ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। ছবি তোলার জন্য এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট অবস্থিত। এই ক্যামেরাগুলি হল - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আবার, সেলফি বা ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকছে। ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। সংস্থার দাবি অনুসারে, এই ব্যাটারি মাত্র ৩০ মিনিটের স্বল্প চার্জে ডিভাইসকে ৫০% পর্যন্ত চার্জ করতে সক্ষম। ফোনটি অ্যামাজন থেকে কেনা যাবে।

Realme 9 Pro : ১৮,৯৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)

ফ্লিপকার্টে উপলব্ধ রিয়েলমি ৯ প্রো ৫জি ফোনের সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস LCD প্যানেল। পারফরম্যান্সের জন্য উক্ত ডিভাইসে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। রিয়েলমির এই ৫জি ফোন অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করে। ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে, এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই রিয়েলমি ফোনে ৩৩ ওয়াট ডার্ট চার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। ফোনটিতে নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত।

Oppo K10 : ১৬,৪৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)

ডুয়েল সিমের ওপ্পো কে১০ ৫জি ফোনে একটি ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস ( ১৬১২ x ৭২০ পিক্সেল) ইনসেল IPS LCD ডিসপ্লে দেখা যাবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৮০ নিট পিক ব্রাইটনেস ও ২০.১:৯ এসপেক্ট রেশিও অফার করে। পারফরম্যান্সের জন্য এই ৫জি ফোনে ব্যবহার করা হয়েছে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর এবং আর্ম মালি জি৫৭ এমসি২ জিপিইউ। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ কাস্টম ওএসে রান করে। উক্ত ফোনটি ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ এসেছে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - ৪৮ মেগাপিক্সেল Samsung S5KGM1ST সেন্সর ও ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর। অন্যদিকে, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য ওপ্পো কে১০ ৫জি স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ। ফোনটি অ্যামাজন বা ওপ্পো ইন্ডিয়া স্টোর থেকে কেনা যাবে।

Samsung Galaxy M33 5G : ১৬,৯৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)

স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ইনফিনিটি-ভি ডিসপ্লে প্যানেল রয়েছে। এটি ৫এনএম প্রসেসিং নোড ভিত্তিক অক্টা কোর এক্সিনস প্রসেসর (সম্ভবত এক্সিনস ১২৮০) সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1) কাস্টম স্কিন পাওয়া যাবে। আবার ছবি তোলার জন্য গ্যালাক্সি এম-সিরিজের এই ৫জি ফোনে রয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২০-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে আছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। আর সিকিউরিটির জন্য এতে দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি অ্যামাজন থেকে কিনতে পারবেন।

Poco X4 Pro 5G : ১৬,৯৯৯ টাকা (প্রারম্ভিক মূল্য)

পোকো এক্স৪ প্রো ৫জি ফোনের সামনে দেখা যাবে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০×২,৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড (AMOLED) পাঞ্চ-হোল ডিসপ্লে। পারফরম্যান্সের জন্য এতে এড্রেনো ৬১৯ জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে। তদুপরি, ফটোগ্রাফির জন্য উক্ত হ্যান্ডসেটের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল Samsung ISOCELL GW3 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আবার, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য এই ৫জি-এনাবল ফোনে আছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এতে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান। এটি ফ্লিপকার্টে উপলব্ধ।

Show Full Article
Next Story