সবচেয়ে বেশি বিক্রি হওয়া iPhone 13 এখন 33900 টাকা পর্যন্ত সস্তা, এখানে মিলছে বাম্পার ছাড়

২০২১ সালের সেপ্টেম্বরে লঞ্চ হওয়ার পর থেকে ২০২২ সালের আগস্ট মাস পর্যন্ত Apple iPhone 13 মডেলটি ব্যাপক সাড়া পেয়েছিল। আর...
SUMAN 9 March 2023 3:14 PM IST

২০২১ সালের সেপ্টেম্বরে লঞ্চ হওয়ার পর থেকে ২০২২ সালের আগস্ট মাস পর্যন্ত Apple iPhone 13 মডেলটি ব্যাপক সাড়া পেয়েছিল। আর ১৪তম প্রজন্মের আইফোন লাইনআপ বাজারে পা রাখার পর, পূর্বসূরি এই 5G ডিভাইসটি বড়সড়ো মূল্যহ্রাসের সম্মুখীন হয়। যারপর ভারতের বাজারে ফোনটির বিক্রি ব্যাপকভাবে বেড়ে যায়। যদিও দাম কমানোর পরও সকল শ্রেণীর মানুষের পক্ষে এটি কেনার সম্ভবপর ছিল না। তবে আপনারা চাইলে আজ এই মুহূর্তে iPhone 13 -কে ধার্য মূল্যের থেকেও অতিশয় সস্তায় কিনে নিতে পারবেন। আসলে ই-কমার্স সাইট Flipkart হালফিলে এই Apple ফোনটিকে বাম্পার ডিসকাউন্ট ও নানাবিধ আকর্ষণীয় অফারের সাথে বিক্রি করার কথা ঘোষণা করেছে। ডিসকাউন্ট ও যাবতীয় অফার একত্রিত করার পর আপনারা ১৩তম আইফোন সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলকে ৩৬,০০০ টাকারও কম দামে বাড়ি নিয়ে আসতে পারবেন। আপনাদের মধ্যে যারা এই ডিল সম্পর্কে জানতে আগ্রহী, তারা আমাদের প্রতিবেদনটি পড়ুন।

Flipkart থেকে সস্তায় কিনুন Apple iPhone 13

অ্যাপল আইফোন ১৩ -এর ১২৮ জিবি স্টোরেজ সহ আসা বেস ভ্যারিয়েন্টকে ৬৯,৯০০ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এখন আলোচ্য মডেলটিকে এখন ১২% বা ৮,৯০১ টাকা ছাড়ের সাথে বিক্রি করা হচ্ছে। যারপর ক্রেতারা ৬০,৯৯৯ টাকার বিনিময়ে এই আইফোনটিকে কিনে নিতে পারবেন।

অন্যান্য অফারের কথা বললে, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজ্যাকশন করলে ধার্য মূল্যের উপর ২,০০০ টাকার অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হবে। একইভাবে, Flipkart Axis ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে মিলবে ৫% ক্যাশব্যাক। আবার আপনাদের মধ্যে যারা নিজেদের পুরানো মোবাইল ট্রেড-ইন করবেন, তারা ২৩,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পেয়ে যাবেন। ফলে কার্ড ডিসকাউন্ট এবং সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে পারলে আইফোন ১৩ মডেলটিকে মাত্র ৩৫,৯৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে। তবে আগেই বলে দিই, এক্সচেঞ্জ ডিসকাউন্টের পরিমাণ আপনাদের পুরানো ফোনের মডেল নম্বর, দাম এবং বাহ্যিক তথা অভ্যন্তরীণ অবস্থার উপর নির্ভর করবে। Apple iPhone 13 - রেজ, ব্লু, গ্রিন, মিডনাইট, পিঙ্ক এবং স্টারলাইট কালার অপশনে উপলব্ধ।

Apple iPhone 13 -এর স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, অ্যাপল আইফোন ১৩ মডেলে ৬.১-ইঞ্চির (২৫৩২×১১৭০ পিক্সেল) সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে রয়েছে, যা ৪৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফাস্ট পারফরম্যান্স অফার করার জন্য এটি সংস্থার নিজস্ব ৫ এনএম প্রসেসিং নোড ভিত্তিক এ১৫ বায়োনিক (A15 Bionic) প্রসেসর এবং ফোর-কোর জিপিইউ সহ এসেছে। ডিভাইসটি আইওএস ১৫ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এটি ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ পাওয়া যাবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ১৩তম প্রজন্মের আইফোন সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। এই রিয়ার সেন্সর-দ্বয় ৪কে (4K) ভিডিও শ্যুট করতে সক্ষম। আবার উক্ত মডেলটির সামনে স্মার্ট HDR টেকনোলজির সাথে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সিরিজের এই স্ট্যান্ডার্ড মডেলটি ৫জি এবং ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি বিকল্প সহ এসেছে। আর, পাওয়ার ব্যাকআপের জন্য iPhone 13 মডেলে ৩,২৪০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ম্যাগসেফ (MagSafe) ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

Show Full Article
Next Story