৭ হাজার টাকার কমে এই পাঁচটি Smart TV সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে

'স্লিম অ্যান্ড ট্রিম' আকারের স্মার্ট LED টিভি বাজারে আত্মপ্রকাশ করার পর থেকেই বিনোদনের মাত্রা ভিন্ন পর্যায়ে পৌঁছেছে। ফলে...
SUPARNA 26 May 2022 11:31 PM IST

'স্লিম অ্যান্ড ট্রিম' আকারের স্মার্ট LED টিভি বাজারে আত্মপ্রকাশ করার পর থেকেই বিনোদনের মাত্রা ভিন্ন পর্যায়ে পৌঁছেছে। ফলে এখন প্রায় সকল মানুষই বাড়িতে বসে 'সিনেমাটিক' মানের অভিজ্ঞতা অনুভবের জন্য স্মার্ট টেলিভিশন কেনার প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছেন। যদিও, বড় আকারের ডিসপ্লে প্যানেল সহযোগে আসা এই স্টাইলিশ টিভি মডেলগুলির দাম অত্যাধিক বেশি হওয়ায় অনেকেই নিজেদের বাসনা পূরণ করতে পারেন না। এক্ষেত্রে, আপনাদের জানিয়ে দিই যে, ভারতের বাজারে ২৪ ইঞ্চি ডিসপ্লে সাইজের সাথে আসা এমন অনেক টিভি মডেল বিদ্যমান আছে, যেগুলির দাম ৭,০০০ টাকারও কম। তবে দাম কম হলেও প্রত্যেকটি টিভি -তেই উন্নত ডিসপ্লে, দুর্দান্ত অডিও কোয়ালিটি, স্মার্ট ফিচার এবং একাধিক কানেক্টিভিটি অপশন পাওয়া যাবে। এক্ষেত্রে, আপনিও যদি এমনি একটি সাশ্রয়ী মূল্যের স্মার্ট টিভি কিনতে ইচ্ছুক থাকেন, তবে ই-কমার্স সাইট Amazon আপনার জন্য এনেছে দারুন সুখবর। কেননা এখানে ৫৩% ডিসকাউন্টের সাথে বিবিধ নামজাদা ব্র্যান্ডের স্মার্ট টেলিভিশন বিক্রি করা হচ্ছে।

৭,০০০ টাকার নিচে উপলব্ধ সেরা ৫টি স্মার্ট টিভির তালিকা

ADSUN 60 cm (24 Inches) HD Ready LED TV: ৬,১৯৯ টাকা

অ্যাডসান সংস্থার এই স্মার্ট টিভিতে একটি ২৪ ইঞ্চির এইচডি রেডি (১৩৬৬x৭৬৮ পিক্সেল) A+ গ্রেড ডিসপ্লে প্যানেল আছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, মাইক্রো ডিমিং, নয়েজ রিডাকশন টেকনোলজি, ডাইনামিক কনট্রাস্ট এবং ১৭৮-ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল সাপোর্ট করে। অডিও ফ্রন্টের ক্ষেত্রে, এতে ১০ ওয়াটের আউটপুট সহ বিল্ট-ইন স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে। আর কানেক্টিভিটির জন্য, উক্ত টেলিভিশন মডেলে ১টি এইচডিএমআই পোর্ট, ১টি ইউএসবি পোর্ট, ১টি ভিজিএ স্লট, ২টি এভি আউটপুট স্লট, ১টি আরএফ স্লট এবং ১টি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত।

Croma 60 cm (24 Inches) HD Ready LED TV: ৬,৯৯৯ টাকা (৫৩% বা ৮,০১০ টাকা ডিসকাউন্ট)

ক্রোমার এই স্মার্ট টেলিভিশনে একটি ২৪ ইঞ্চির এইচডি রেডি (১৩৬৬x৭৬৮ পিক্সেল) A+ গ্রেড ডিসপ্লে প্যানেল আছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ২৮০ নিট পিক ব্রাইটনেস এবং ১৭৮-ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল সাপোর্ট করে। অডিও সিস্টেমের কথা বললে, এতে ১৬ ওয়াটের সাউন্ড আউটপুট সহ স্পিকার রয়েছে। মডেলটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে, ২টি এইচডিএমআই পোর্ট, ২টি ইউএসবি পোর্ট, ১টি ভিজিএ স্লট, ১টি এভি আউটপুট স্লট, ১টি আরএফ স্লট এবং ১টি হেডফোন জ্যাক। উক্ত টিভিটি ১ বছরের জিরো ডট ওয়ারেন্টি সহ এসেছে।

Kodak 60 cm (24 inch) HD Ready LED TV: ৬,৯৯৯ টাকা

প্রিমিয়াম ফিনিশিং ডিজাইনের সাথে আসা এই কোডাক স্মার্ট টিভিতে একটি ২৪ ইঞ্চির এইচডি রেডি (১৩৬৬x৭৬৮ পিক্সেল) A+ গ্রেড IPS ডিসপ্লে প্যানেল আছে, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি অটোমেটিক ভলিউম লেভেল টেকনোলজি সমর্থিত ২০ ওয়াটের সাউন্ড সিস্টেমের সাথে এসেছে। আবার কানেক্টিভিটির জন্য উক্ত মডেলে ১টি এইচডিএমআই পোর্ট এবং ২টি ইউএসবি পোর্ট বর্তমান। সংস্থাটি তাদের এই টিভির সাথে ১বছরের ওয়ারেন্টি অফার করছে।

eAirtec 61 cms (24 inches) HD Ready LED TV: ৫,৯৯৯ টাকা (৪০% বা ৪,০০০ টাকা ডিসকাউন্ট)

ইএয়ারটেক এর এই স্মার্ট টেলিভিশনে একটি ২৪ ইঞ্চির এইচডি রেডি (১৩৬৬x৭৬৮ পিক্সেল) A+ গ্রেড IPS ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৭৮-ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল অফার করবে। অ্যান্ড্রয়েড ভিত্তিক মাল্টি ল্যাঙ্গুয়েজ অপারেটিং সিস্টেম চালিত এই টিভি মডেলে ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড টেকনোলজি সমর্থিত স্পিকার সিস্টেম আছে, যা ২০ ওয়াট সাউন্ড আউটপুট প্রদান করবে। আবার স্মার্ট ফিচার হিসাবে এতে, ইউটিউব, ফেসবুক, অ্যামাজন এবং নেটফ্লিক্সের মতো জনপ্রিয় ওটিটি অ্যাপ প্রি-ইনস্টল থাকছে। আর কানেক্টিভিটির জন্য উক্ত মডেলে, ১টি এইচডিএমআই পোর্ট, ২টি ইউএসবি পোর্ট, ১টি ভিজিএ স্লট এবং ১টি ৩.৫মিমি হেডফোন জ্যাক বর্তমান। টিভিটি ১ বছরের ওয়ারেন্টি সহ এসেছে।

VW 60 cm (24 inches) HD Ready LED TV: ৬,৪৯৯ টাকা (৪১% বা ৪,৫০১ টাকা ডিসকাউন্ট)

ভিডাব্লউ এর এই স্মার্ট টিভিতে একটি ২৪ ইঞ্চির এইচডি রেডি (১৩৬৬x৭৬৮ পিক্সেল) A+ গ্রেড ডিসপ্লে প্যানেল আছে। এই ডিসপ্লে, ট্রু কালার, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ১৭৮-ডিগ্রি ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল এবং IPE টেকনোলজি সাপোর্ট করে। এতে ইন-বিল্ট বক্স স্পিকার দেওয়া হয়েছে, যা ২০ওয়াট সাউন্ড আউটপুট সরবরাহ করবে। আর কানেক্টিভিটির জন্য উক্ত টেলিভিশনে ১টি এইচডিএমআই পোর্ট এবং ২টি ইউএসবি পোর্ট বিদ্যমান।

Show Full Article
Next Story