10 হাজার টাকার কমে AI ফিচার সহ 5G স্মার্টফোন, সেল শুরু হচ্ছে এই দুর্দান্ত ফোনের

আপনি যদি 10 হাজার টাকার কমে 5G স্মার্টফোন কিনতে চান তাহলে Infinix Hot 50 5G বেছে নিতে পারেন। আগামীকাল অর্থাৎ 9...
techgup 8 Sept 2024 12:48 PM IST

আপনি যদি 10 হাজার টাকার কমে 5G স্মার্টফোন কিনতে চান তাহলে Infinix Hot 50 5G বেছে নিতে পারেন। আগামীকাল অর্থাৎ 9 সেপ্টেম্বর ফ্লিপকার্টে দুপুর 12টা থেকে এই ফোনের প্রথম সেল শুরু হবে। আর লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। Infinix Hot 50 5G এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে আছে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ডুয়েল রিয়ার ক্যামেরা ও 5,000 এমএএইচ ব্যাটারি।

১০০০০ টাকার মধ্যে সেরা স্মার্টফোন (Best Smartphone Under 10000 Rupees)

Infinix Hot 50 5G এর দাম ও সেল অফার

Infinix Hot 50 5G এর 4 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 9,999 টাকা। আর এর 8 জিবি র‌্যাম + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা। তবে ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে এর সমস্ত ভ্যারিয়েন্টে 1,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

এরজন্য অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে। জানিয়ে রাখি, ইনফিনিক্স হট 50 5জি ডিভাইসটি ড্রিমি পার্পল, সেজ গ্রিন, স্লিক ব্ল্যাক এবং ভাইব্রেন্ট ব্লু কালার অপশনে আসবে। এরমধ্যে পার্পেল ভ্যারিয়েন্টটি ডুয়াল টোন ফিনিস এবং লেদার টেক্সচার সহ এসেছে।

Infinix Hot 50 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ইনফিনিক্স হট 50 5জি এর সামনে দেখা যাবে 6.7-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। আর এই‌ ফোনে ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজও বাড়ানো যাবে।

আরও পড়ুন: লঞ্চের আগেই দাম ফাঁস, Samsung Galaxy Tab S10 Plus 5G ও Tab S10 Ultra 5G কিনতে কত খরচ হবে

ইনফিনিক্স হট 50 5জি ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক এক্সওএস 14 কাস্টম স্কিনে চলে। এতে আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো ডায়নামিক বার উপস্থিত। আর এই ফোনে আছে অনেক AI ফিচার, যারমধ্যে পাবেন - এআই ওয়ালপেপার জেনারেটর, এআই ক্যাম, এআই চার্জ, এআই অ্যাপ বুস্ট এবং এআই ব্যাটারি সিকিউরিটি।

আরও পড়ুন: WhatsApp থেকে অন্য অ্যাপে হবে মেসেজ, কলও করা যাবে! আসছে সবচেয়ে বড় আপডেট

ক্যামেরার কথা বললে, Infinix Hot 50 5G মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 48 মেগাপিক্সেল আইএমএক্স582 প্রাইমারি লেন্স এবং ডেপ্থ সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Show Full Article
Next Story