১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩, Samsung, Xiaomi Redmi, Realme রয়েছে তালিকায়

ভারতীয় বাজারে ক্রমাগত নতুন স্মার্টফোন লঞ্চ হয়েই চলেছে। কারণ Realme, Redmi, Nokia, Tecno ও Samsung-এর মত স্মার্টফোন...
techgup 18 Jun 2023 3:53 PM IST

ভারতীয় বাজারে ক্রমাগত নতুন স্মার্টফোন লঞ্চ হয়েই চলেছে। কারণ Realme, Redmi, Nokia, Tecno ও Samsung-এর মত স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলি প্রতিটি রেঞ্জে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে চলেছে। তাই আপনি যদি নতুন স্মার্টফোন খুঁজে থাকেন এবং বাজেট যদি ১৫,০০০ টাকা বা তার আশেপাশে হয়, তবে একাধিক বিকল্প আপনার জন্য উপলব্ধ। এরমধ্যে রয়েছে Samsung Galaxy M14 5G, Tecno Spark 10 5G, Realme Narzo N55, Redmi Note 10s ও Nokia G21। আসুন এদের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩

Samsung Galaxy M14 5G

দাম: ১৩৯৯০ টাকা থেকে শুরু

স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯০ টাকা। এছাড়াও এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টও বেছে নেওয়া যাবে। অ্যামাজনে এই ফোনের সাথে ৩০০ টাকার কুপন ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। পাশাপাশি এর সাথে নো কস্ট ইএমআই-ও অফার করা হচ্ছে।

স্যামসাংয়ের এই ৫ জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬ ইঞ্চি এলসিডি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার স্ক্রিন ডেনসিটি ৪০১ পিপিআই। ফটোগ্রাফির জন্য এই হ্যান্ডসেটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি এবং ২ মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এছাড়া সেলফি তোলার জন্য এতে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ১৩ বেসড ওয়ান ইউআই কোর ৫.০ কাস্টম স্কিনে চালিত ডিভাইসটি পাওয়ারফুল এক্সিনোস (Exynos) ১৩৩০ অক্টা কোর প্রসেসর সহ এসেছে

Tecno Spark 10 5G

দাম: ১৫০০০ টাকা

টেকনো স্পার্ক ১০ ৫জি স্মার্টফোনটি এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে মাত্র ১৫ হাজার টাকায়। এছাড়া এর সাথে ব্যাঙ্ক অফার ও নো কস্ট ইএমআই-এর সুবিধা উপলব্ধ।

পারফরম্যান্সের জন্য এই ফোনে ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর ব্যবহার হয়েছে। আর এতে ৮ জিবি ফিজিক্যাল ও ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট করে। এই হ্যান্ডসেটটির ইনবিল্ট স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি। এছাড়াও এতে ৫.৫৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। টেকনো স্পার্ক ১০ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আছে, যা PDAF সাপোর্ট করে। হ্যান্ডসেটটির ব্যাটারি ব্যাকআপ ৫০০০ এমএএইচ, যা ৫০ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়।

Realme Narzo N55

দাম: ১২৯৯৯ টাকা থেকে শুরু

রিয়েলমি নারজো এন৫৫ ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে ১২৯৯৯ টাকায়। এছাড়াও এর ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট উপলব্ধ। ৬.৭২ ইঞ্চির ফুল স্ক্রিন ডিসপ্লে সহ আসা রিয়েলমির এই স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট সুপারভুক (SUPERVOOC) চার্জিং সমর্থন করে। এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি এআই ক্যামেরাও দেওয়া হয়েছে। ফোনটি ১২ জিবি ডাইনামিক র‍্যাম ও ৬ জিবি ইনবিল্ট র‍্যাম সহ এসেছে।

Redmi Note 10s

দাম: ১৪৯৯৯ টাকা

রেডমি নোট ১০এস স্মার্টফোনটির ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট-এর দাম ১৪, ৯৯৯ টাকা। এর সাথে আপনি পেয়ে যাবেন নো কস্ট ইএমআই ও ব্যাঙ্ক অফারও।

রেডমির এই ফোনে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডট ডিসপ্লে আছে, যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯। এই হ্যান্ডসেটে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটিতে ৬ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন বিল্ট স্টোরেজ সহ এসেছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Nokia G21

দাম: ১৩,১৯৯ টাকা

নোকিয়া জি২১ স্মার্টফোনটির ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,১৯৯ টাকা। এই হ্যান্ডসেটটি কেনার সময় নো কস্ট ইএমআই, ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সুবিধা নেওয়া যাবে।

নোকিয়া জি-২১ ফোনে আছে ইউনিসক টি৬০৬ প্রসেসর সহ ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল এআই রিয়ার ক্যামেরা। হ্যান্ডসেটটিতে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ৫০০০ এমএএইচ ব্যাটারি।

Show Full Article
Next Story