Best Smartphones Under 25000: 25 হাজারের মধ্যে সেরা স্মার্টফোন, দুর্দান্ত ক্যামেরা ও সেরা ডিজাইন
নতুন স্মার্টফোন কিনতে চান? বাজেট 25 হাজার টাকার কম? তাহলে আপনি একাধিক 5G ডিভাইস থেকে সেরাটি বেছে নেওয়ার সুযোগ পাবেন।...নতুন স্মার্টফোন কিনতে চান? বাজেট 25 হাজার টাকার কম? তাহলে আপনি একাধিক 5G ডিভাইস থেকে সেরাটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। তবে অনেক সময় আমরা বুঝতে পারি না ওভারঅল পারফরম্যান্স ও ক্যামেরার জন্য কোন ফোনটি ভালো হবে। চিন্তা করবেন না, এই , প্রতিবেদনেই সেই উত্তর পেয়ে যাবেন। এখানে আমরা 25,000 টাকার মধ্যে সেরা চারটি ফোনের সম্পর্কে বলবো।
25 হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন
25 হাজার টাকার কমে ওয়ানপ্লাসের এই স্মার্টফোনে 120 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত 5500 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony LYT600 প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 19,999 টাকা থেকে কেনা যাবে।
পোকো স্মার্টফোনের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এতে পাবেন ডলবি ভিশন সাপোর্টসহ অ্যামোলেড ডিসপ্লে, যার সুরক্ষার জন্য আছে গরিলা গ্লাস ৫। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 আল্ট্রা চিপসেট দ্বারা চালিত এবং এতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি ফ্লিপকার্টে 23,999 টাকায় কেনা যাবে।
আপনি যদি ভিন্ন ডিজাইনের ফোন কিনতে চান তবে স্বচ্ছ প্যানেলের সাথে আসা নার্থিং ফোন (2a) একটি ভাল বিকল্প হতে পারে। এর রিয়ার প্যানেলে রয়েছে বিশেষ গ্লিফ লাইট ইন্টারফেস। এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর আছে এবং এটি অ্যান্ড্রয়েড 14-ভিত্তিক নার্থিংওএস কাস্টম স্কিনে চলে। আর এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সিস্টেম ছাড়াও 12 জিবি পর্যন্ত র্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ আছে। এটি ফ্লিপকার্টে 23,999 টাকা প্রাথমিক মূল্যে পাওয়া যায়।
Motorola স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 প্রসেসরের এসেছে। এর ব্যাক প্যানেলে ওআইএস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে এবং কার্ভড অ্যামোলেড ডিসপ্লে সহ এই ফোনে 68 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে আছে 5000mAh ব্যাটারি। জল ও ধুলো প্রতিরোধের জন্য এতে আইপি 68 রেটিং রয়েছে এবং এই ডিভাইসে অ্যাকোয়া-টাচ প্রযুক্তি সাপোর্ট করে। এই ফোনের প্রারম্ভিক মূল্য 22,999 টাকা।