8000 টাকার কমে ফোন খোঁজ করছেন? Realme Narzo N63 এখন আপনার বাজেটে

8000 টাকার কমে নতুন মোবাইল ফোন খোঁজ করলে Realme Narzo N63 আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। অ্যামাজন ইন্ডিয়ায় এই স্মার্টফোটি লোভনীয় অফারের সাথে উপলব্ধ।…

best smartphone under 8000 realme narzo n63 discount rs 1000 offer

8000 টাকার কমে নতুন মোবাইল ফোন খোঁজ করলে Realme Narzo N63 আপনার জন্য ভালো বিকল্প হতে পারে। অ্যামাজন ইন্ডিয়ায় এই স্মার্টফোটি লোভনীয় অফারের সাথে উপলব্ধ। এখানে ডিভাইসটির 4 জিবি র‌্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট 8,499 টাকায় তালিকাভুক্ত। তবে আপনি Realme Narzo N63 এর সাথে 1 হাজার টাকার কুপন ডিসকাউন্ট পাবেন। ফলে ফোনটি মাত্র 7499 টাকায় কেনা যাবে।

এছাড়াও ব্যাঙ্ক অফারের মাধ্যমে আরও 5 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। সাথে রয়েছে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার। তবে মনে রাখবেন এই এক্সচেঞ্জ ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের ভ্যালু, অবস্থা ও ব্র্যান্ডের উপর নির্ভর করবে।

Realme Narzo N63 কি 8000 টাকার কমে কেনা উচিত, দেখুন ফিচার

রিয়েলমি নারজো এন63 ফোনের সামনে দেখা যাবে 1600×720 পিক্সেল রেজোলিউশনের 6.74-ইঞ্চি এইচডি + ডিসপ্লে। এই ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। আর এই ডিসপ্লে 450 নিট ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ইউনিসক টি৬১২ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Flipkart Big Billion Days Sale 2024 শুরু হচ্ছে 29 সেপ্টেম্বর থেকে, বছরের সবচেয়ে বড় সেলে কি কি অফার পাবেন

এর প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন 50 মেগাপিক্সেল। সেলফির জন্য Realme Narzo N63 ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5000mAh ব্যাটারি। এই ব্যাটারি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে চলে।

আরও পড়ুন: টাইপ করার দিন শেষ, WhatsApp আনছে Meta AI এর সাথে কথা বলার নতুন উপায়

সিকিউরিটির জন্য এই ডিভাইসে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। আর এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে ডুয়াল 4জি ভিওএলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং 3.5 মিমি হেডফোন জ্যাক।