Amazon Sale 2023: বাজার কাপাচ্ছে এই চার ফ্ল্যাগশিপ স্মার্টফোন, আগামীকাল পর্যন্ত সবচেয়ে সস্তায় কেনার সুযোগ
Amazon Great Freedom Festival Sale : জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon -এ চলছে Great Freedom Festival Sale। এই সেল...Amazon Great Freedom Festival Sale : জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon -এ চলছে Great Freedom Festival Sale। এই সেল গত ৪ঠা আগস্ট শুরু হয়েছে এবং আগামীকাল অর্থাৎ ৮ই আগস্ট পর্যন্ত লাইভ থাকবে। প্রতিবারের মতো এবারেও সেলের সর্বাধিক আকর্ষণীয় ডিল অফারকারী সেগমেন্ট হল স্মার্টফোন বিভাগ। আমরা ইতিমধ্যেই অ্যামাজনের এই সেলে বাজেট ও মিড-রেঞ্জের অধীনে আসা হ্যান্ডসেটগুলিকে কিরকম অফারের সাথে তালিকাভুক্ত করা হয়েছে সেই সম্পর্কে জানিয়েছি। তবে আজকের এই প্রতিবেদন সেই সকল ক্রেতাদের জন্য, যারা নয়া স্মার্টফোন কেনার ক্ষেত্রে বাজেট নিয়ে চিন্তিত নয়, বরং ফিচার নিয়ে অধিক চিন্তিত। আজ আমরা ৫০,০০০ টাকার কম দামে ফ্ল্যাগশিপ ফিচারের কোন কোন প্রিমিয়াম মডেলকে Amazon Great Freedom Festival সেলে তালিকাভুক্ত করা হয়েছে তার একটা তালিকা পেশ করতে চলেছি।
Amazon Great Freedom Festival Sale -এ ৫০,০০০ টাকার কম দামে ৪টি সেরা স্মার্টফোনের তালিকা
Xiaomi 12 Pro 5G : ৪৪,৯৯৯ টাকা
শাওমি ১২ প্রো ৫জি ফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন সহ ৬.৭৩-ইঞ্চির WQHD+ (১,৪৪০x৩,২০০ পিক্সেল) স্যামসাং E5 AMOLED LTPO ডিসপ্লে আছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত। আবার ডিভাইসের পেছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX707 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফাস্ট-পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে অ্যাড্রনো ৭৩০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ কাস্টম স্কিনে রান করে। শাওমির এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটে ৪,৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১২০ ওয়াট শাওমি হাইপার চার্জ ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট টার্বো ওয়্যারলেস চার্জিং ও ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আর সিকিউরিটি ফিচার হিসাবে এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
Samsung Galaxy A54 5G : ৪০,৯৯৯ টাকা
স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৪-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১০৮০×২৩৪০ পিক্সেল) sAMOLED ইনফিনিটি-ও নচ স্টাইলের ডিসপ্লে আছে। এটি নামবিহীন অক্টা-কোর প্রসেসরের সাথে ভারতে এসেছে। এই ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ওয়ানইউআই ৫.১ (OneUI 5.1) কাস্টম অপারেটিং সিস্টেম প্রি-লোডেড পাওয়া যাবে। ছবি তোলার জন্য হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এগুলি হল - OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি শ্যুটার ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার লক্ষণীয়। স্যামসাং গ্যালাক্সি এ৫৪ ৫জি স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
iQOO Neo 7 Pro 5G : ৩৩,৯৯৯ টাকা
আইকো নিও ৭প্রো স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস E5 AMOLED ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ হাই রিফ্রেশ রেট, ১,৫০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে। আবার গেমিং সহ অন্যান্য অ্যাক্টিভিটির জন্য ডিসপ্লে অপ্টিমাইজেশন করতে একটি ডেডিকেটেড চিপও বিদ্যমান থাকছে এতে। তদুপরি মাল্টিটাস্কিং এবং উন্নত পারফরম্যান্স প্রদানের জন্য ডিভাইসে অ্যাড্রেন ৭৩০ জিপিইউ এবং কোয়ালকমের ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচওএস ১৩ কাস্টম ওএস দ্বারা চালিত। ফটো ও ভিডিওগ্রাফির জন্য ডিভাইসের পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এগুলি হল - OIS সহ ৫০ মেগাপিক্সেল Samsung ISOCELL GN5 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। ফোনটির ডিসপ্লের উপরিভাগে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। এটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি সহ এসেছে, যা ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ আর সিকিউরিটি ফিচার হিসাবে কথিত ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।
Nokia X30 5G : ৩৬,৯৯৯ টাকা
নোকিয়া এক্স৩০ ৫জি ফোনে ৬.৪৩-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। মাল্টিটাস্কিং এবং উন্নত পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে ভিত্তিক স্টক অ্যান্ড্রয়েড ইউআই দ্বারা চালিত। তদুপরি, নোকিয়া ব্র্যান্ডিংয়ের এই ডিভাইসের পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত৷ এগুলি হল - OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে নোকিয়া এক্স৩০ ৫জি স্মার্টফোনে ৪,২০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর নিরাপত্তার জন্য মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।