Best Smartphones of 2025 Under Rs 15000: নতুন বছরে বাজেটের মধ্যে সেরা 7 অলরাউন্ডার স্মার্টফোন

15000 টাকার কমে নতুন ও সেরা স্মার্টফোন - Realme 14x 5G, CMF Phone 1, iQOO Z9 X, Oppo K12x, Vivo T3 Lite 5G, HMD Crest 5G, Tecno POVA 6 NEO 5G

Julai Mondal 24 Dec 2024 12:13 AM IST

Best Smartphones of 2025 Under Rs 15000: আপনি যদি নতুন বছরে নতুন ফোন কিনতে চান, তাও আবার বাজেটের মধ্যে, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা এমন 7 টি স্মার্টফোনের কথা যেগুলি 15000 টাকারও কম দামে কেনা যাবে। এই ডিভাইসগুলি দুর্দান্ত ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও সেরা ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে। আবার এই স্মার্টফোনগুলিতে 5G কানেক্টিভিটি সাপোর্ট করবে। এই ফোনগুলি 'ভ্যালু ফর মানি' ক্যাটাগরির অংশ।

15000 টাকার কমে নতুন ও সেরা স্মার্টফোন

Realme 14x 5G

গত সপ্তাহে লঞ্চ হওয়া Realme 14x ফোনটি 15000 টাকার রেঞ্জের সেরা ফোন। Realme 14x এর 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা। এই স্মার্টফোনের সাথে 1000 টাকা ব্যাঙ্ক ছাড় পাওয়া যাচ্ছে। এই ফোনে 6.67 ইঞ্চি 120Hz LCD ডিসপ্লে আছে, যার সর্বোচ্চ ব্রাইটনেস 625 নিটস। এটি IP69 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং প্রাপ্ত এবং এসজিএস মিলিটারি-গ্রেড শক সার্টিফায়েড। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনে 45W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি আছে। ফটোগ্রাফির জন্য এতে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সেলফির জন্য সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

CMF Phone 1

CMF Phone 1 ডিভাইসে আছে 6.67 ইঞ্চি 120Hz রিফ্রেশ রেটের এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে। এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রসেসর এবং 33W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি। ফটোগ্রাফির জন্য, এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে পাবেন 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2-মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক নাথিং ওএস 2.6 কাস্টম স্কিনে চলবে। CMF Phone 1 এর 6 জিবি র‌্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা‌।

iQOO Z9 X

এই স্মার্টফোনে 6.72-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা দৈনন্দিন কাজ সহজেই করতে পারে। এতে রয়েছে 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 44W চার্জিং সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনের 6 জিবি র‌্যাম + 128 জিবি ভ্যারিয়েন্ট 14,099 টাকায় বিক্রি হচ্ছে।

Oppo K12x

Oppo এর বাজেট ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি IPS LCD ডিসপ্লে আছে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর দ্বারা চালিত। এই স্মার্টফোনে 32 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ উপস্থিত এবং সেলফির জন্য পাওয়া যাবে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ডিভাইসটিতে 45W চার্জিং সহ 5,100mAh ব্যাটারি দেওয়া হয়েছে। Oppo K12x এর 6 জিবি + 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 12,999 টাকা।

Vivo T3 Lite 5G

Vivo T3 Lite 5G ফোনে 6.56 ইঞ্চির বড় স্ক্রিন রয়েছে। 1612 x 720 পিক্সেল রেজোলিউশনের এই ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট এবং 840 নিটস পিক ব্রাইটনেস অফার করবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট দ্বারা চালিত। এক্সটেন্ডেড র‌্যাম সাপোর্টের সাহায্যে এতে 12 জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে। ফোনটির 4 জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ফ্লিপকার্টে 10,499 টাকায় এবং অ্যামাজনে 11,215 টাকায় বিক্রি হচ্ছে। ক্যামেরা সেন্সরের কথা বললে, এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত। এছাড়াও দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। আবার সামনে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ভিভোর স্মার্টফোনে রয়েছে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। চার্জিংয়ের জন্য এতে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

HMD Crest 5G

আপনি যদি কম দামে দুর্দান্ত ক্যামেরার ফোন কিনতে চান তবে এই ডিভাইসটি সেরা হবে। এটি অ্যামাজন থেকে মাত্র 11,999 টাকায় কেনা যাবে। ডিভাইসটির রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স উপস্থিত। আর সামনে 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 33W চার্জিং সহ 5000mAh ব্যাটারি রয়েছে। HMD Crest ফোনে রয়েছে 6.67 ইঞ্চি ফুল-HD+ OLED ডিসপ্লে। ফোনটি অক্টা-কোর ইউনিসক T760 5G চিপসেট দ্বারা চালিত।

Tecno POVA 6 NEO 5G

5 বছর পর্যন্ত ল্যাগ-ফ্রি ফ্লুয়েন্সি সহ আসা এই ফোনটি 15000 টাকারও কম দামে 12,999 টাকায় কেনা যাবে। এতে 6.67-ইঞ্চি HD+ IPS LCD ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটের সাথে এসেছে। এই ডিভাইসে ফিজিক্যাল ও ভার্চুয়াল মিলিয়ে 16 জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে। ক্যামেরার কথা বললে, এই ফোনে 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরায় এআই ফিচার সাপোর্ট করবে। এছাড়াও এতে আছে 3x ইন-সেন্সর জুম সাপোর্ট। ফোনটি শুটিং মোড, সুপার নাইট মোড, টাইম-ল্যাপস এবং ডুয়েল ভিডিওর মতো অনেক মোডের সাথে এসেছে। ফোনের সামনে আছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Show Full Article
Next Story