20000 টাকার কমে সেরা Smartphone এগুলি, জেনে নিন ফিচার এবং দাম
ভারতের বাজারে এখন বিভিন্ন দামে বিভিন্ন রকমের স্মার্টফোন উপলব্ধ, যার ফলে নতুন ফোন কেনার সময় কোন মডেল ছেড়ে কোনটি বেছে...ভারতের বাজারে এখন বিভিন্ন দামে বিভিন্ন রকমের স্মার্টফোন উপলব্ধ, যার ফলে নতুন ফোন কেনার সময় কোন মডেল ছেড়ে কোনটি বেছে নেওয়া ঠিক হবে – সেই সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। এদিকে প্রতিটি কোম্পানিই আবার তাদের হ্যান্ডসেটে সেরা ফিচার দেওয়ার দাবি করে। সেক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে বাজেট রেঞ্জে মানে ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা দামের মধ্যে একটি নতুন ফোন কেনার কথা ভাবেন, কিন্তু আপনার আগে থেকে তেমন কোনো নির্দিষ্ট মডেল পছন্দ না থাকে, তাহলে আপনার সুবিধার জন্যই আমাদের আজকের প্রতিবেদন। এখানে আমরা ২০,০০০ টাকার কমে উপলব্ধ কয়েকটি ভালো পারফরম্যান্সওয়ালা ফোনের কথা বলব, যেগুলি দেখে আপনি বিড়ম্বনা এড়িয়ে সহজেই নিজের জন্য সঠিক ফোনটি কিনে ফেলতে পারবেন। তো আসুন দেখে নিই তালিকা…
২০,০০০ টাকার কমে কিনতে পারেন এই পাঁচটি ফোনের মধ্যে কোনো একটি
১. Realme Narzo 60: এই ফোনটির দাম ১৭,৯৯৯ টাকা।
ফিচার বলতে এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৪৩ ইঞ্চি ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে, ভেগান লেদার ব্যাক প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১৩ ওএস এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। এর পাশাপাশি পাবেন ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাযুক্ত রিয়ার ক্যামেরা সেটআপ।
২. Samsung Galaxy F34: এর মূল্য ১৮,৯৯৯ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ স্মার্টফোনে আছে ১২০ হার্টজ ৬.৫ ইঞ্চি ফুলএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনস ১২৮০ প্রসেসর, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ওএস, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এটি ৩.৫ মিমি হেডফোন জ্যাকও অফার করবে।
৩. Infinix GT 10 Pro: এটি কিনতে গেলে ১৯,৯৯৯ টাকা খরচ পড়বে।
ইনফিনিক্স জিটি ১০ প্রো-তে অনন্য ডিজাইন, ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ১০-বিট ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ ৫জি প্রসেসর, ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ইত্যাদি ফিচার বর্তমান। এতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ভেপার চেম্বার লিকুইড কুলিং, ডুয়েল স্টেরিও স্পিকারের মতো অপশনও মিলবে।
৪. OnePlus Nord CE 3 Lite 5G: এই ফোনটির দামও ১৯,৯৯৯ টাকা।
ফোনটিতে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশনসহ ৬.৭১ ইঞ্চি ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে, অ্যাড্রেনো ৬১৯ জিপিইউ, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৬৭ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।
৫. iQOO Z7 5G: ১৯,৯৯৯ টাকা দিয়ে এই ফোনটি পকেটস্থ করতে পারবেন।
এতে ৬.৩৮ ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র্যাম, ভার্চুয়াল র্যাম, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিন, ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। সাথে আছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।