Smartphones: ১০ হাজার, ১৫ হাজার, ২০ হাজার থেকে ৪০ হাজার টাকার কমে সেরা মোবাইল ফোন

Best Smartphones Under Rs 10000 Rs 15000, Rs 20000, Rs 25000, Rs 30000, Rs 35000, Rs 40000: আপনি কি ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা,…

Best Smartphones Under Rs 10000 Rs 15000 Rs 20000 Rs 25000 Rs 30000 Rs 40000 Mobile Phone List

Best Smartphones Under Rs 10000 Rs 15000, Rs 20000, Rs 25000, Rs 30000, Rs 35000, Rs 40000: আপনি কি ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা, ২৫,০০০ টাকা, ৩০,০০০ টাকা, ৩৫,০০০ টাকা, ৪০,০০০ টাকার কমে নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা প্রতিটি বাজেটের সেরা মোবাইল ফোনের নাম জানাবো। পুজোর মুখে অনেকেই নতুন ফোন কিনতে চান, কিন্তু বাজেট অনুযায়ী কোনটি সেরা হবে তা বুঝে উঠতে পারেন না। তাই আমরা সবার কথা ভেবে ১০ হাজার, ১৫ হাজার, ২০ হাজার, ২৫ হাজার, ৩০ হাজার, ৩৫ হাজার, ৪০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোনের নাম জানাবো।

১০,০০০ টাকার মধ্যে স্মার্টফোন (Best Smartphone Under Rs 10000)

Infinix Hot 50 5G: ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন

১০ হাজার টাকার কমে সেরা মোবাইল ফোন কিনতে চাইলে বেছে নিন Infinix Hot 50 5G। স্পেসিফিকেশন ও ফিচারের কথা বললে এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৭০ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

১৫ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন (Best Smartphone Under Rs 15000)

Moto G64 : ১৫,০০০ টাকার কমে সেরা স্মার্টফোন

১৫,০০০ টাকার কমে সেরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন খোঁজ করলে আমরা Moto G64 কিনতে বলবো। এটি ব্যাঙ্ক ও অন্যান্য অফার সহ আপনার বাজেটে চলে আসবে। এই স্মার্টফোনে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ প্রসেসর, ৬.৫ ইঞ্চি ১২০ হার্টজ আইপিএস এলসিডি, ৫০+৮ মেগাপিক্সেল‌ রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ।

২০ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন (Best Smartphone Under Rs 20000)

Poco X6: ২০,০০০ টাকার মধ্যে বেস্ট মোবাইল ফোন

২০ হাজার টাকার মধ্যে দমদার পারফরম্যান্সের ভালো স্মার্টফোন খোঁজ করলে বেছে‌ নিন Poco X6। এর স্পেসিফিকেশনের মধ্যে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ অক্টা কোর প্রসেসর, ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৬৪+৮+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ।

২৫ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন (Best Smartphone Under Rs 25000)

Nothing Phone 2a: ২৫,০০০ টাকার কমে ভালো মোবাইল ফোন

২৫,০০০ টাকার কমে দুর্দান্ত স্মার্টফোন কিনতে চাইলে বেছে নিন Nothing Phone 2a। ফিচারের কথা বললে এই মোবাইল ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রো অক্টা কোর, ৬.৭ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৫০+৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

৩০,০০০ টাকার মধ্যে সেরা মোবাইল ফোন (Best Mobile Phone Under Rs 30000)

OnePlus Nord 4: ৩০ হাজার টাকার কমে সেরা স্মার্টফোন

৩০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন চাইলে কিনুন OnePlus Nord 4। স্পেসিফিকেশন হিসেবে এই স্মার্টফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস ৩ অক্টা কোর প্রসেসর, ৬.৭৪ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৫০+৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

৩৫ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন (Best Smartphone Under Rs 35000)

Vivo V40: ৩৫,০০০ টাকার কমে ভালো মোবাইল ফোন

৩৫,০০০ টাকার মধ্যে লেটেস্ট স্মার্টফোন হল Vivo V40। ফিচার ও স্পেসিফিকেশনের কথা বললে এই মোবাইল ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর, ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ৫০+৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

৪০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন (Best Mobile Phone Under Rs 40000)

OnePlus 12R: ৪০,০০০ টাকার কমে সেরা স্মার্টফোন

৪০ হাজার টাকার মধ্যে সেরা ফোন হবে OnePlus 12R। এই প্রিমিয়াম স্মার্টফোনে আছে ৬.৭৮ ইঞ্চি ১২০ হার্টজ অ্যামোলেড প্রো এক্সডিআর ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ১২৮ জিবি স্টোরেজ, ৫০+৮+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন